নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রামে গোধূলিতে কৃষকের কাজ শেষ হয়। সারা দিনের কর্মব্যস্ততা শেষে বাড়ির পথে হাটা ধরে। তখন আকাশে বসে রঙের মেলা। বাহারি রঙে রঙিন হয় আকাশ, আকাশের মেঘ, প্রকৃতি। যেন কৃষকের সারদিনের কাজের শেষে বাড়ি যাওয়ার পথে আকাশ রঙের ফুয়ারা দিয়ে তাকে সম্মান জানায়। এই সকল রঙের খেলা থেকে মোবাইলে ধারণ করা কিছু ছবি আপনাদের জন্য তোলে ধরলাম।
১।
দূর পশ্চিমে ডুবে যাচ্ছে সূর্য্য। কিন্তু তার বর্নালী আলোর রেশ ছড়িয়ে দিয়েছে সমস্ত পশ্চিম আকাশ।
২।
শুধু আকাশে না গোধূলি তার রঙের ছটা নদীর জলেও ছড়িয়ে দিতে ভুলে না। আমাদের মানুষদের মতো তার এতো অনুদার না।
৩।
রঙের খেলার সাথে সাথে মেঘও সাজে নানান সাজে। কেউ পিছিয়ে থাকতে রাজি না।
৪।
শহরমুখী ছুটে চলা মানুষদেরও অভ্যর্থনা জানাতে ভুলে না গোধূলির আকাশ। আলোর ছটায় রাঙিয়ে রাখে সে পিচঢালা রাস্তা।
৫।
অবর্ণনীয় আলোর ছটা খেলা করে সমস্ত পশ্চিম আকাশ।
৬।
এমন সূর্য্যাস্তের দৃশ্য শুধুমাত্র গ্রামেই দেখা সম্ভব।
৭।
আলো তার খেলা দেখাতে পটু সর্বত্র। এমনকি রেল-লাইনও বাকি নেই।
৮।
মেঘের পাহাড়ও সেজেছে গোধূলির বাহারি রঙের আলোয়।
ছবিগুলো নরসিংদীর বিভিন্ন প্রান্ত থেকে তোলা।
সবাইকে ধন্যবাদ।
১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৪
রুরু বলেছেন: ধন্যবাদ দাদা। গ্রামে শীত আছে ভালোই। সেই সাথে আছে উত্তরে বাতাস। খেটে খাওয়া মানুষগুলো অবশ্য এমন শীতকে পাত্তা দিতেই চায় না। শীতে বেশি কষ্ট জেলেদের। জীবন-জীবিকার জন্য নদীতে যেতেই হবে।
২| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৯
নীলসাধু বলেছেন: অসাধারণ সব ছবি দেখি!!
১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৮
রুরু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০১
রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম।
১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৭
রুরু বলেছেন: ধন্যবাদ
৪| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১০
বিজন রয় বলেছেন: গোধূলি বা সন্ধ্যার ছবি মনকে বেশ উদাস করে।
কেমন যেন একটু অন্যরকম অনভূতি।
ভালোলাগা একটি সুন্দর ছবি পোস্টের জন্য।
১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৯
রুরু বলেছেন: উদাস করা রঙের খেলা সাথে দূর থেকে ভেসে আসা রাখালের বাঁশির সুরা। মায়াময়।
ধন্যবাদ ও শুভেচ্ছা নিবেন।
৫| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৫
করুণাধারা বলেছেন: গোধূলির আকাশের ছবি গুলো খুব সুন্দর তুলেছেন।
আমাদের এই ঢাকা শহরে আকাশ কোথায় পাই...
৬| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৫
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম।
কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
©somewhere in net ltd.
১| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০১
নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার সব ছবি...
শীত কেমন ওইদিকে?