নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার মতো কিছুই নাই। সাধারণ থেকেও অতিসাধারণ আমি।

রুরু

আমার মত আমপাব্লিকের ব্লগই ভরসা।

রুরু › বিস্তারিত পোস্টঃ

নদী সবুজের মিতালী ( ছবি ব্লগ)

২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:০৫

গ্রাম বাংলার সৌন্দর্যের একটা বড় মাধ্যম নদী আর নদীর পাশের ঘন সবুজ লতা গুল্ম। প্রকৃতি তার আপন খেয়ালে নদীর দুপাশে পরম যত্ন নিয়ে সবুজ ঘাসের পাটি বিছিয়েছে। শীতল পাটি যেমন প্রচণ্ড গরমেও শরীরে শীতলতা বয়ে আনে। তেমনি নদীর পারের এই সকল প্রাকৃতিক ভাবে হওয়া সবুজ পাটিও মন দেহ দুটোই জুড়ায়। নিচে আমার মোবাইলে তোলা গ্রামের নদী সংক্রান্ত কিছু ছবি তুলে ধরা হলো।


১। আড়ীয়লা খাঁ নদীর উপর নির্মিত রেলওয়ে ব্রিজ। বিকালের লাল আলোতে এক অপার্থিব সৌন্দর্য ফুটে উঠেছে।
নরসিংদী সদর


২। বিকেলের লাল আলোতে নদীর পাশের ইটাখোলা।
নলবাটা, রায়পুরা, নরসিংদী।


৩। তপ্ত দুপরে আকাশ সাজে নিলাভ সাজে। মেঘনা নদীর শাখা নদী নাম কাট্টাহালি।
চর আড়ালিয়া, রায়পুরা, নরসিংদী।


৪। মেঘনা বা যেকোন নদীই বিকেলের লাল আলোয় এক অপার্থিব রূপ ধারণ করে। সূর্যের রক্তিম আভা সমগ্র নদী তার গায়ে মেখে নেয়।
বুদিয়ামারা, নরসিংদী।


৫। কাজ শেষে ঘুটিয়ে রাখা জেলেদের মাছ ধরার জালের বাশ।
বান্ছারামপুর, বি-বাড়ীয়া।


৬। নদীর পারের স্নানের ঘাট। দুষ্টু বাচ্চারা পাড়ে থেকে চিল্লাছে আর বলছে আমাদের নিয়ে যান।
সোনারগাঁও, নারয়নগঞ্জ।


৭। জীবিকার সন্ধানে যাত্রা। এটা মূলত জগৎ বেড় জাল । এ জাল দিয়ে মাছ ধরতে কমপক্ষে ৮-১০ জন লোক দরকার হয়।
আড়ীয়লখাঁ নদী, নরসিংদী।


৮। নৌকা চড়ে আটকে আছে।
বারদী, সোনারগাঁও, নারায়নগঞ্জ।


৯। পাড় ঘেসা সবুজের গালিচা।
সোনারগাঁও, নারায়নগঞ্জ।

সবগুলো ছবিই সেম্ফনি পি ৬ মডেলের ফোন দিয়ে তুলা।

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:২৪

অপু তানভীর বলেছেন: দারুন ছবি ব্লগ

২৭ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০২

রুরু বলেছেন: ধন্যবাদ

২| ২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বাংলাদেশের এমন সৌন্দর্য আসলেই মুগ্ধতায় পরিপূর্ণ। ৭নং ছবিতে জাল তো দেখছি না।

একসময় গ্রামে গেলে এরকম নৌকা নিয়ে হাওরে যেতাম ঘুরতে৷কৈশোর কালে নৌকা ডুবানোর মত দুর্ঘটনাও রয়েছে। সে কারণে পরবর্তীতে আমার জন্য নৌকার চাবি নিতে অনেক কষ্ট করতে হত। পরবর্তীতে ইঞ্জিন চালিত নৌকায় করে ঘুরে বেরাতাম ছোট্ট ছোট্ট হাওরে। বিশেষ করে নিজ গ্রাম থেকে খালু বাড়ি যেতে আমাদের নৌকা চড়া হয়েছে বেশি। আসলে নৌকার সৌন্দর্য অন্য কোথাও খোঁজে পাওয়া মুশকিল।

দেশের এরকম দৃশ্য নিয়ে আবার উপস্থিত হওয়ার জন্য অনুরোধ থাকলো।
আপনার ছবি ব্লগে প্লাস জানবেন ++++
শুভকামনা আপনার জন্য।

২৭ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৬

রুরু বলেছেন: মাছ ধরার জায়গা ঘন্টাখানেকের পথ দূরে। তারা বিকেলেই চলে যায়। তাই জাল দেখা যাচ্ছে না। পরের কোন ব্লগে অবশ্যই জাল দিয়ে মাছ ধরার ছবি দেখাবো।
মন্তব্যের জন্য ধন্যবাদ অফুরাণ।

৩| ২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ১:১২

ঋণাত্মক শূণ্য বলেছেন: ১, ২, ৫ সুন্দর হয়েছে।

সন্ধ্যার আগের এই মুহুর্তকে ফটোগ্রাফীর ভাষায় গোল্ডেন সময় বলা হয়। অসাধারণ সব কালার পাওয়া যায়।

২৭ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৭

রুরু বলেছেন: সন্ধ্যার আগ মুহুর্তটা সত্যি অসাধারণ। সাধারন কোন বিষয়ও তখন ক্যামেরায় অসাধারণ দেখায়। ধন্যবাদ

৪| ২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ১:২৬

নেওয়াজ আলি বলেছেন: সৌন্দর্যময়

২৭ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৮

রুরু বলেছেন: ধন্যবাদ

৫| ২৬ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর ছবি ব্লগ

২৭ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১১

রুরু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৬| ২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ১:৫০

আহমেদ জী এস বলেছেন: রুরু,




নদী বিধৌত গ্রাম বাংলার নৈসর্গিক সব ছবি।
সুন্দর ছবি ব্লগ।

২৭ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১০

রুরু বলেছেন: বাংলার প্রাণ এসব ছোট বড় নদী। সৌন্দর্যের দিক দিয়েও তা অতুলনীয়।

৭| ২৭ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: বুদিয়ামারা নাম টা অদ্ভুত।

২৭ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৯

রুরু বলেছেন: দাদা, তাও তো আমি একটু প্রমিত লিখছি। তারা স্থানীয় ভাবে বুইদ্দামারা বলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.