নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহরের জীবন বা প্রকৃতির যত দ্রুত পরিবর্তন হয়, গ্রামের প্রকৃতি বা জীবন ততো দ্রুত পরিবর্তন হয় না। সবখানেই একটা আদিম ও অকৃত্রিম ভাব থেকেই যায়। পথ চলতে চলতে মোবাইলে ধারণ করা সেই আদি ও অকৃত্রিম প্রকৃতি থেকে তুলে ধরছি কিছু ছবি ।
১। আমাদের সবার প্রিয় খাদ্য বা সবজি, শসা ফুল।
ছবিটি নরসিংদী জেলার হুসেনপুর গ্রাম থেকে তোলা।
২। বেগুন খেতে যেমন সুস্বাদু তেমনি এর ফুল দেখতেও নয়নাভিরাম।
এটিও হুসেনপুর থেকে তোলা।
৩। মেঘের ভাঁজে এক টুকরো রঙিন আলো।
নরসিংদীর বদরপুর থেকে তোলা।
৪। নদী মেখলা এ দেশের পরতে পরতে লুকিয়ে থাকে সৌন্দর্য। তেমনি এক ইটাখোলা।
নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে।
৫। সন্ধ্যার আগে আকাশ নিজের খেয়াল খুশী মত সাজে।
৬।গোধুলীতে উত্তর আকাশে রঙের কারুকাজ।
দুটো ছবিই নরসিংদীর বদরপুর থেকে।
৭। আগুনের পাহার।
নরসিংদীর রায়পুরা থেকে তোলা।
৮।স্থানীয় ভাবে এটিকে আমরা কসমস গাছ নামে চিনি।
ছবি গুলো সেম্ফুনি মোবাইলে তোলা। স্নেপসিড দিয়ে এডিট করা।
সবাইকে ধন্যবাদ
১৬ ই জুন, ২০২০ সকাল ৯:০২
রুরু বলেছেন: ৮ নং ছবির শুদ্ধ না জানা নাই।
২| ১৬ ই জুন, ২০২০ সকাল ১০:৪৫
রাজীব নুর বলেছেন: সুন্দর ছবি ব্লগ।
৩| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: ছবি ব্লগ আমার ভালো লাগে।
৪| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৪:২৮
মোস্তফা সোহেল বলেছেন: আকাশ-মেঘ এই সবের ছবি সব সময়ই সুন্দর হয়।
৫| ১৬ ই জুন, ২০২০ রাত ৮:২৮
বিজন রয় বলেছেন: প্রাণ ও প্রকৃতি।
+++++
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০২০ ভোর ৪:৩৯
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ছবি। ৮নং ছবির শুদ্ধ নাম দিন। গ্রামে দেখি নাম জানি না