নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার মতো কিছুই নাই। সাধারণ থেকেও অতিসাধারণ আমি।

রুরু

আমার মত আমপাব্লিকের ব্লগই ভরসা।

রুরু › বিস্তারিত পোস্টঃ

অথচ কবিতারা ভাবে আমি খুনি!

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৭






পৃথিবীতে আমি এসেছি আলো ফুটাতে
এসেছি ফুটাতে ফুল, পড়াতে দুল
প্রেয়সীর রক্তররাঙা কর্নে,
আধার নয়, চেয়েছি রাঙাতে রঙিন বর্নে
এই পৃথিবীর জড়া টুটাতে।


চেয়েছি কাঁদতে আঁধার স্বপনে
নির্যাতিতের পাশে, সুখের আশে
কাটাতে চেয়েছি কাল,
ধরতে চেয়েছি হাল
অমৃত পথের সন্ধানে।

হাহাকারের মাঝে হতে চেয়েছি সুখ
পিছিয়ে পড়া যাত্রি, হোক তিমির রাত্রি
বাঁধতে চেয়েছি বাহুডোরে
শপথ নিয়েছিলাম মহা প্রলয়ের ভোরে
আশাও বেঁধে ছিলাম বুক।

অথচ কি নির্মম কথা বাধে মর্মে
সমস্ত কবিতা ভাবে আমি খুনি
মস্তিকে নাকি পাপ বুনি
অন্তরে ব্যাথা, নিরুপায় অগ্যতা
সন্যাসি আজ, সব অপ্রচলিত মনের ধর্মে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: সকালে বেলা ভালো একটা কবিতা পড়লে মনটা ভালো হয়ে যায়।

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৭

রুরু বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

২| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০২

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৪

রুরু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.