নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“আপা ডেকেছো ভুল করেছো
ডাকতে হবে ম্যাডাম,
সরকারি কর্মকর্তা আমি
জানো কতো হ্যাডাম?
আমার কথায় সবটি হয়
স্বাক্ষরে চলে দেশ
আমার প্রতি তোমার কিনা
শ্রদ্বা নাই এক লেশ?
জানো কত কাজ করি?
সকাল সন্ধ্যা দুপুর
সরকারি কর্মকর্তা আমি
পায়ে পরি না নূপুর!”
“স্মিত হাস্যে মনে পরে
শৈবাল শিশিরের কথা
এখানে তার যথার্থ প্রয়োগ
যেথায় ছিলো যথা।
আমাদের টাকায় খায় পরে
আমাদেরই বলে তুই
আমাদের টাকায় ধনী তারা
বাড়িঘর আর ভুঁই।
আমাদের ট্যাক্সে চলে যেহেতু
আমাদের বলবে স্যার
এটাই হওয়ার কথা ছিলো
হলো কোথায় আর?”
১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০০
রুরু বলেছেন: পালাতে হবে না। সুদিন এইতো সামনে।।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২
পার্থ তালুকদার বলেছেন: সত্যি তো। আমাদের টাকায় দেশ চলে অথচ.
ভাল লিখেছেন ভাই।
১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০০
রুরু বলেছেন: ধন্যবাদ ভাই।।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৭
রাজীব নুর বলেছেন: সত্য কথা লিখেছেন।
১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০১
রুরু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব ভাই।।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪২
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল।
১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০১
রুরু বলেছেন: ধন্যবাদ
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৫
পদ্মপুকুর বলেছেন: এই না হলো ছড়া! পুরাই কড়ড়ড়া
১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৫
রুরু বলেছেন: ধন্যবাদ এমন সুন্দর মন্তব্যের জন্য।।
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫
কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহ
১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৬
রুরু বলেছেন:
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৭
চাঁদগাজী বলেছেন:
সরকারী কর্মচারীরা এখন রাজার লোকজন; সরকারী চাকুরী পাবার পর, বেশীর ভাগ কর্মচারীকে মাথা খাটাতে হয় না।
১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৬
রুরু বলেছেন: বেশ বলেছেন।
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২
খায়রুল আহসান বলেছেন: ক্ষমতাসীন হলেই আমলারা আম জনতার থেকে নিজেদের মাঝে এক কৃ্ত্রিম মনস্তাত্বিক দূরত্ব সৃষ্টি করে নেয়। অবশ্য ব্যতিক্রমও আছে।
১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৮
রুরু বলেছেন: সরকারি প্রতিষ্ঠানের পিয়নদেরও মাঝে মাঝে স্যার ডাকতে হয়।
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভুল হয়েছে ম্যাডাম
জানিনে আগে ম্যাডাম রুকুর
ইয়া বড়ো এক হ্যাডাম!
জানিনে আগে রুকু ম্যাডাম
সরকারী বড় কর্তা
হ্যাডাম দেখে নিজেকে নিজে
পিষে করেছি ভর্তা।
১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১
রুরু বলেছেন: হুজুর হুজুর করতে হবে
নয়তো হবে না কাজ,
আপা ডাকলে লোকের পাড়ায়
হবে আমার লাজ।।।
১০| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৩
সৈয়দ ইসলাম বলেছেন:
সরকারি চাকরী মানে আলাদিনের প্রদীপ। দৈত্য যে কাজ করতে পারে না, সরকারি চাকরি সেটাও কররে পারে। মানুষকে পিষ্ট করা পর্যন্ত।
১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩
রুরু বলেছেন: সঠিক নিরীক্ষা ব্যবস্থা নাই সরকারি প্রতিষ্ঠানে।
১১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৮
প্রামানিক বলেছেন: বাস্তবতা নিয়ে সুন্দর ছড়া, ধন্যবাদ
১২| ২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪২
ভ্রমরের ডানা বলেছেন:
হ্যাডাম কি জিনিস ভাই!
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৫
আটলান্টিক বলেছেন: একদিন দেশ ছেড়ে পালাবো