নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার মতো কিছুই নাই। সাধারণ থেকেও অতিসাধারণ আমি।

রুরু

আমার মত আমপাব্লিকের ব্লগই ভরসা।

রুরু › বিস্তারিত পোস্টঃ

পুরাতন ঢাকা ও নতুন ঢাকা!! ( ছবিব্লগ)

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

১।


২।


৩।


৪।


৫।


৬।


৭।


৮।


৯।


১০।










ছবি: সংগ্রহীত।।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

পথিক সরদার বলেছেন: সেই ঢাকা আর এই ঢাকা। কোথা থেকে কি?

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪১

রুরু বলেছেন: অনেক কিছুই পরিবর্তন হয়েছে ঢাকার। খুব যে দ্রুত তা কিন্তু বলা যাবে না।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: ভালও।

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

রুরু বলেছেন: ধন্যবাদ নূর ভাই।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৪

রুরু বলেছেন: ধন্যবাদ

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০১

আহমেদ জী এস বলেছেন: রুরু ,




একটি দূর্লভ সময়ের শেয়ার ।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৬

রুরু বলেছেন: :)

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৩

মলাসইলমুইনা বলেছেন: আপনি আর্কিয়োলজিস্ট নাকি ? কোন বিস্মৃতির গুহা থেকে বের করে আনলেন এইসব হারিয়ে যাওয়া স্মৃতি ? আমার ঢাকা কলেজ ! কলেজের পুরোনো ফটো দেখে মনটা কেমন যেন করে উঠলো !

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৫

রুরু বলেছেন: না আমি আর্কিয়োলজিস্ট না।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫২

কথাকথিকেথিকথন বলেছেন:



রঙ্গিন দুনিয়া । তাই এখনকার ছবিগুলোও রঙ্গিন ।

সুন্দর সংগ্রহ ।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৫

রুরু বলেছেন: ধন্যবাদ

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৭

ইসমত বলেছেন: যেহেতু কপি পেস্ট পোস্ট তাই আপনার কোনো দায় নেই; আমার 'পরে'র ছবির ভিউ এঙ্গেল পছন্দ হয় নি। পুরোনো ছবির সাথে মিলিয়ে পরের ছবি তোলা হলে ভালো হতো।
রমনা গেট এখনো আছে অথচ সেটা না দেখিয়ে দোয়েল চত্বরের ছবি দেয়া ঠিক হলো না।
নর্থব্রুক হলের বদলে রোডের ছবির কি তুলনা চলে। আর নামটিও ভুল লেখা হয়েছে।
আর ঢাকা কলেজ এর ছবি ঠিক হলেও সম্ভবত স্থান একই নয়, দুটি দালান দুই জায়গায়। মানে এখন যেখানে কলেজটি আছে আগের ছবি সেটার নয়।
আগ্রহী ফটোগ্রাফাররা এসাইনমেন্ট হিসেবে নিতে পারেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৪

রুরু বলেছেন: এখানে মোটামুটি তুলনামূলক পার্থক্য দেখানো হয়েছে।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৫

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো ছবি গুলো দেখে

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৩

রুরু বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


সম্পুর্ণভাবে মানুষের নিজের চেস্টায় গড়ে উঠেছে ঢাকা, তেমন কোন প্ল্যান নেই

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৩

রুরু বলেছেন: পরিকল্পনাবহির্ভূত ঢাকা নির্মাণ হওয়ার ফলে এর বাসিন্দাদের পদে পদে দুর্ভোগ পোহাতে হয়।
ধন্যবাদ মন্তব্য করার জন্য।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৩

সুমন কর বলেছেন: সুন্দর সংগ্রহ ।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২১

রুরু বলেছেন: ধন্যবাদ

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৩

আটলান্টিক বলেছেন: পৃথিবীর সেরা ১০ টি বসবাসের অযোগ্য শহরের মাঝে ঢাকা প্রথম স্থানে।তারপরেও ভাল লাগছে।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

সোহানী বলেছেন: ভালো লাগলো তুলনার ছবিগুলো।+++++++++

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮

গরল বলেছেন: সেই সময়টাতে যদি একবার ফিরে যেতে পারতাম, স্মৃতি কখনও মধুর আবার কখনওতা বেদনা বিধুর।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

রাফা বলেছেন: আহা.....আমার প্রাণের শহর ,আমার জিবনের মত মরণের শহরও যেনো ঢাকাই হয়।

ধন্যবাদ,ঢাকার আদিরুপের কিয়দংশ তুলে ধরার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.