নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ দেখবো কিছু খ্যাত অখ্যাত ফুল।।
১।
২।
রেললাইনের পাশ থেকে তোলা। আমিরগঞ্জ, রায়পুরা।
৩।
অনেক রঙের সন্ধ্যা মালতী ফুল দেখলেও সাদা এই প্রথম দেখলাম।
৪।
৫।
৬।
বন্ধুর কাকার বাগান বাড়ি থেকে তোলা। শিবপুর, নরসিংদী।
৭।
৮।
দুটোই অনামা ফুল। তুলেছি বাদুয়ারচর, নরসিংদী থেকে।
৯।
এটা আমাদের বাসার বারান্দায়।
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৫
রুরু বলেছেন: ধন্যবাদ হাসু মামা। এমন সুন্দর মন্তব্যের জন্য।
২| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর ফুলের ছবি।
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৬
রুরু বলেছেন: ধন্যবাদ মাইদুল সরকার ভাই।
৩| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩০
মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলি অনেক সুন্দর হয়েছে।
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৫
রুরু বলেছেন: ধন্যবাদ।
৪| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩২
খায়রুল আহসান বলেছেন: রেল লাইনের পাশ থেকে তোলা ফুলের ছবিগুলো আমিও প্রায়ই দেখে থাকি।
ফুল অখ্যাত, কিন্তু ছবি সুন্দর।
পোস্তে ভাল লাগা + +
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৮
রুরু বলেছেন: রেললাইনের দুপাশ মনে হয় অজত্নে বেড়ে উঠা এক প্রাণময় বাগান। ধন্যবাদ।
৫| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬
অর্ক বলেছেন: অপূর্ব! মানুষ যথার্থইই ফুল যে ভালবাসে না, সে অবলীলায় মানুষকে খুন করতে পারবে। খুব ভালো লাগলো। শুভকামনা।
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯
রুরু বলেছেন: মন ভালো করে দেওয়ার এক অপূর্ব শক্তি রয়েছে ফুলের মাঝে।
৬| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪
কামরুননাহার কলি বলেছেন: এই ফুল গুলো দেখিয়ে তো আমাকে লোভে ফেলে দিলেন আমার তো আর সহ্য হচ্ছে না। ইচ্ছে হয় এখনে টেনে ছিড়ে নিয়ে আসি কম্পিউটারের স্কন থেকে ।
২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪
রুরু বলেছেন: যদি প্রিয় কাউকে দিতে চান তবে নিতে পারেন।
৭| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪
নীল-দর্পণ বলেছেন: সুন্দর সব ফুল।
আপনার বারান্দায় যেটা ওটা এক জাতের লিলি না?
২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫
রুরু বলেছেন: হুম। এটা এক জাতের লিলি।
৮| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৫
কামরুননাহার কলি বলেছেন: আমার যতই প্রিয় কেউ হোক কখনো ফুল দিয়ে ভাব নেইনা তার কাছ থেকে নিয়ে তারপর ভাব নেই হাহাহাহা। ভাইয়া কাউকেই দিবো আমি নিজেই নিবো। আমার প্রিয় ফুল দিয়ে কারো সাথে খাতিল করিনা।
২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫
রুরু বলেছেন: উপহার হিসেবে ফুল কিন্তু দারুণ।
৯| ২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭
নূর-ই-হাফসা বলেছেন: বাহ দারুন সব ছবি । ৮ নাম্বার ফুল টা থেকে চোখ সরানো যাচ্ছে না
২২ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬
রুরু বলেছেন: ধন্যবাদ। ফুলটার নাম জানি না।
১০| ২২ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬
রাজীব নুর বলেছেন: ফুল আমার সব সময়ই ভালো লাগে।
১১| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৫
সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !
১২| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫২
জাহিদ অনিক বলেছেন:
অখ্যাত ফুলেল পোষ্ট ভালো লাগলো।
১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১০
সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর সব ছবি, ভালোলাগা জানিয়ে গেলাম।
২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭
রুরু বলেছেন: ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেখলাম ফুলগুলো ভালো লেগেছে।