নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার মতো কিছুই নাই। সাধারণ থেকেও অতিসাধারণ আমি।

রুরু

আমার মত আমপাব্লিকের ব্লগই ভরসা।

রুরু › বিস্তারিত পোস্টঃ

ঐ রেললাইনের ধারে : বনফুলের মেলায় ( ছবি ব্লগ)

১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৪

প্রায় বিকেলবেলাই হাঁটতে বের হই। রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাই এক স্টেশন থেকে আরেক স্টেশনে।
সামনে যা পাই তার ছবিই তুলি সেই সময়। সেই ছবিগুলো থেকেই এখানে কয়েকটা....
.
.
.
.
.
.
১। রেল লাইন বহে সমান্তরাল।


২। অসাধারণ সুন্দরের সমারোহ যেই ফুলে তার নামটাই জানি না।


৩। আরেকটি।


৪। এই ফুলেরই বীজ এটা বৈশাখীর কোন এক ঝড়ো হাওয়ায় ছড়িয়ে পরবে নতুন কোন স্থানে।


৫। এই ফুলটা যতটা না সুন্দর ততটাই বিশ্রী এর গন্ধ। হাত দিয়ে ধরলে না ধোয়া পর্যন্ত শান্তি নাই। তারপরও অসম্ভব সুন্দর এই ফুলটি।


৬।


৭।


৮।


৯।


১০।এই ফুলটা ঝুপরির ভিতর থাকে।



মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৫

মানবী বলেছেন: খুব সুন্দর ছবি!

"এই ফুলটা যতটা না সুন্দর ততটাই বিশ্রী এর গন্ধ। হাত দিয়ে ধরলে না ধোয়া পর্যন্ত শান্তি নাই।"

- লাইনটা পড়ে ঠোঁটের কোনে হাসি ফুটে উঠেছে নিজের শৈশব অভিজ্ঞতা মনে করে।
চমৎকার ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ রুরু।

১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫০

রুরু বলেছেন: ছোটবেলা অনেক ফড়িং ধরতাম এসব ফুল থেকে। তখন অবশ্য এসব গন্ধ টন্ধ আমলে নিতাম না।

১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫১

রুরু বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২| ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০২

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর ছবি ব্লগ।

১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫১

রুরু বলেছেন: ধন্যবাদ

৩| ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩২

বিজন রয় বলেছেন: আহা! আমার বাড়ির পাশে যদি এমন থাকত!!

তবে আমার বাড়ির পাশে অন্য কিছু আছে।

ধন্যবাদ পোস্টের জন্য।

১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৩

রুরু বলেছেন: আপনার বাড়ির পাশটা মনে হয় আরো সুন্দর। এক দিন দেখান না আমাদের।
ধন্যবাদ রইলো মন্তব্যের জন্য।

৪| ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৬

করুণাধারা বলেছেন:
এই সুন্দর ফুল্টা সম্পর্কে ছোটবেলায় হাত না দেবার জন্য সাবধান করা হত এই বলে, রাতে শেয়াল এসে এই ফুলের।উপর পেসাব করে। কথাটা বিশ্বাস করেছিলাম তাই কখনো হাত দিতাম না।

পোস্ট ভাল লেগেছে।

১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৩

রুরু বলেছেন: হা হা!! নতুন জিনিষ জানলাম ভাই। শুভেচ্ছা নিবেন নিরন্তর।

৫| ১২ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভালো লাগলো

১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৪

রুরু বলেছেন: ধন্যবাদ রইলো।

৬| ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩২

অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর ছবি। ফুল গুলো মনে হয় কচি।

১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৫

রুরু বলেছেন: ফুল তো ফুলই।
শুভেচ্ছা নিবেন।

৭| ১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৭

ধ্রুবক আলো বলেছেন: প্রথম ছবিটা একদম মনের মত ++++

১২ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৫

রুরু বলেছেন: ধন্যবাদ ভালো লাগার জন্য।

৮| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৯

হাসান রাজু বলেছেন: আরও ছবি চাই ।
সুন্দর ছবি , ভালো লাগা মিশে রইলো ।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৫

রুরু বলেছেন: ধন্যবাদ ভাই।

৯| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর ছবিগুলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.