নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। নাম জানিনা,ধাম চিনিনা
রূপের বাহার বেশ,
এই বিকালে আবীর রঙে
সেও ছড়ালো কেশ।
২। নৌকা ঘাটে বেঁধে রেখে
বাড়ি ফিরে জেলে
বাংলা মা যে সূধা ঢালে
দুইটি হাত মেলে।
৩। ঐ দূরের সবুজ আমার না
তবুও আপন অতি
এই নদীর সাথে মিশতে পারলে
হতো না কিছু ক্ষতি।
৪। ট্রেন চলে ঐ দূর পথে
সাথে যায় মন
মেঘের সাথে পাখা মেলে
লুটবো খুশির ধন।
০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৪
রুরু বলেছেন: ধন্যবাদ
২| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৩
সুমন কর বলেছেন: লেখা আর ছবি ভালো লেগেছে।
১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:০২
রুরু বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ১০ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:৫৯
চাঁদগাজী বলেছেন:
ছবিগুলো ভালো লাগলো
১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:০৩
রুরু বলেছেন: আশিস হয়ে রইলো চাঁদগাজী ভাই।
৪| ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৮
মোস্তফা সোহেল বলেছেন: যেমন সুন্দর ছবি তেমন কবিতা খুব ভাল লাগল।
৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৯
ধ্রুবক আলো বলেছেন: বেশ ভালো লাগলো পোস্ট খানি ++