নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার মতো কিছুই নাই। সাধারণ থেকেও অতিসাধারণ আমি।

রুরু

আমার মত আমপাব্লিকের ব্লগই ভরসা।

রুরু › বিস্তারিত পোস্টঃ

লেবু ফুলের রাজ্যে (ছবি ব্লগ)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩০

১। প্রথমেই এটি দেখি.


২।মুগ্ধ আমি নিজেই


৩। এক গুছ লেবু ফুল


৪। ছবি তুলতেই থাকি


৫। সব গুলোই লেবু ফুল


৬। একটি ফ্রি

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪০

সাহসী সন্তান বলেছেন: বাঙালি ফ্রি জিনিসকে বেশি ভাল পায়, সেজন্যই কইতাছি না! তবে ফ্রিটা কিন্তু সব থেকে বেশি ভাল হইছে..... ;)

ছবি গুলো মনে হয় মোবাইল দিয়ে উঠানো তাই না?

যাহোক, পোস্টে ভাল লাগা! শুভ কামনা জানবেন!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৮

রুরু বলেছেন: ফ্রীর টা ভাট ফুল। রাস্তার পাশে ঝুপড়ির মত হয়ে থাকে।
ধন্যবাদ।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আলাদাভাবে শুধু লেবু ফুলের এমন সমারোহ আর দেখিনি। চমৎকার ছবি ব্লগ।

ধন্যবাদ রুরু।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৪

রুরু বলেছেন: গ্রামের অখ্যাত ফুলও সৌন্দর্য এ কম না।
ধন্যবাদ।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৬

সাহসী সন্তান বলেছেন: প্রথমে আপনার পোস্টের ৬ নং ছবির ক্যাপশনটা পড়েন! তারপর আবার আমার পূর্বের মন্তব্যটা পড়েন! তারপর বলেন বুঝছেন কিনা?

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৭

আহমেদ জী এস বলেছেন: রুরু ,



২ নম্বরে করা আমার মন্তব্যটি মুছে দিলেন কেন ? মুছে দেয়ার মতো তো কিছু ছিলোনা ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৮

রুরু বলেছেন: দুঃখিত।
বাসে বসে মন্তব্যের উত্তর দিচ্ছিলাম।
তাই এমনটি হয়েছে।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৪

সুমন কর বলেছেন: দেখে গেলাম।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৯

রুরু বলেছেন: ধন্যবাদ

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩০

কালীদাস বলেছেন: মন চাইলে শহুইড়া খ্যাত ডাকতে পারেন আমারে। তয় এই জিনিষ পয়লা দেখলাম আইজ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪১

রুরু বলেছেন: চলে আসেন একদিন গ্রামে।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার গ্রামের বাড়ীতে লেবু ফুল দেখতে খুব ভালো লাগে । B:-)

আবার আপনার ছবিতে দেখলাম ।
খুব ভালো লাগলো ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৭

রুরু বলেছেন: লেবুফুল আসলেই সুন্দর।
ধন্যবাদ

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মুগ্ধ আমি নিজেই আমিও।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন: ভাট ফুলটা ফ্রীতে পাইলাম, বাকীগুলো সব মাগনা :D .......ভালোলাগা জানিয়ে গেলাম।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৯

রুরু বলেছেন: আশীষ হয়ে রইলো

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন:

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪

আহমেদ জী এস বলেছেন: রুরু ,



যাক, ভালো লাগলো একটা ব্যাখ্যা দিয়েছেন বলে । অসাবধানতাবশতঃ মুছে যেতেই পারে । তাই সেই মন্তব্যটুকুর যতোটুকু মনে আছে আবারও তুলে দিচ্ছি ----
" চমৎকারই শুধু নয় মোহনীয়ও ।
আর একটু কিছু লেখা থাকলে পরে লেবুফুলের সুবাস ছড়িয়ে যেতে পারতো .........."

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৮

আলভী রহমান শোভন বলেছেন: ফ্রি মার্কা ভাট ফুল অথবা বন জুঁই বেশী ভালো লেগেছে। আমার খুব পছন্দের একটা ফুল এইটা। :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৮

রুরু বলেছেন: ধন্যবাদ

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৭

মনিরা সুলতানা বলেছেন: কি দেখাইলেন রে , অসম্ভব ভালোলাগা !!
লেবু ফুলের সুবাস একদম আলাদা জগতে নিয়ে যায় ।

ধন্যবাদ শেয়ার করার জন্য :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৯

রুরু বলেছেন: আপনাকেউ ধন্যবাদ

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৪

কামরুন নাহার বীথি বলেছেন:
লেবুর ফুল, চমৎকার সুবাস!!!
খুব খুউব ভাল লেগেছে ছবিগুলো!!!

শুভকামনা সতত--------

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৭

রুরু বলেছেন: ধন্যবাদ

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২০

খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছবি ব্লগ। ভাল লাগলো।

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৮

ওমেরা বলেছেন: লেবুর ও যে ফুল হয় তাই তো জানতাম না । ধন্যবাদ

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৫

টুশকি বলেছেন: সৌন্দর্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.