নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry. Stay Foolish.
শার্লক হোমস আর শেখর হোম এর মধ্যে ধ্বনিগত মিল তো আছেই৷ সেই সাথে আছে ডিডাকশনও৷ হাউজমেট জয়ব্রতকে সাথে নিয়ে শেখর হোম রহস্যগুলো এমনভাবে সমাধান করেন যে দর্শকও স্বরে স্বর মিলিয়ে বলতে বাধ্য হবেন - ইটস এলিমেন্ট্রি৷
বুঝতেই পারছেন, মিড-অগাস্টে মুক্তি পাওয়া সৃজিত মুখার্জির নতুন ওয়েব সিরিজ 'শেখর হোম' এর কথা বলছি৷ কে.কে.মেনন আর রনবীর শৌরের ভক্ত যদি হন, দেখে ফেলুন ছয় পর্বের দুর্দান্ত এই সিরিজটা৷
কাহিনীকার চরিত্রগুলোকে যে শার্লকের আদলেই গড়েছেন, তা আর বলে দিতে হয় না৷ সেটা গোপন করাও হয়নি৷ কিন্তু শার্লক যে শতভাগ দেশি হতে পারে, সেটাই মুন্সিয়ানা৷ ব্যাপারটা অনেকটা মাস্টার্ড সসের তুলনায় দেশি কাসুন্দির মতো৷ মজাটা এইখানে৷ একটা কাহিনীতেও একবিন্দুও মনে হবে না, এটা বাড়তি বা ওটা 'কেমন হলো ব্যাপারটা'৷ মনে হবে না এগুলো বিদেশি কোন থিমের অ্যাডাপ্টেশন৷ যদিও সেটা করা হয়েছে বেশ কিছু জায়গায়৷
প্রতিটা পর্বের বৈশিষ্ট দুটো: সিম্পল এবং থ্রিলিং৷ আর শেষটায় চমক, যা থাকার কথা যে কোন গোয়েন্দাকাহিনীতে৷ তবে মুন্ডু ঘুরিয়ে দিয়েছেন একদম শেষ পর্বের শেষটায় গিয়ে৷ এটা না করলে আমি ব্যক্তিগতভাবে রাগ করতাম পরিচালকের (এবং কাহিনীকারের) ওপর৷ কুস্তির রিং-এ কিন্তু দুজনেরই সমান অধিকার৷ তাই দুজন শক্তিশালী অভিনেতাকে জায়গা না দিলে ভালো লাগে, বলেন?
সাহিত্যের পাতার গোয়েন্দাদের মধ্যে এক ফেলুদা ছাড়া আর কারওই বাঁধা ইন্সপেক্টর ছিল না মনে হয়৷ জয়ন্ত-মানিকেরও কিন্তু সুন্দরবাবু ছিলেন৷ আর দারোগার দপ্তরের প্রিয়নাথ তো নিজেই পুলিশ৷ এখানে লাহা সেই ভূমিকা নিয়েছেন৷ এই চরিত্রে ইন্দ্রনীল ঘোষ আমার সবসময়ের প্রিয় অভিনেতা৷ উনি ছিলেন কমিক রিলিফ৷ তবে তাঁর মতো অভিনেতাকে আরও অনেকটা জায়গা দেয়া দরকার ছিল৷
বাড়তি পাওয়ান মীর আফসর আলী৷ আগামীতে ওঁকেও আরও স্ক্রিনটাইম দেবেন, আশা রাখছি৷ বলাইবাহুল্য, মেনন হচ্ছেন শেখর হোম আর ডক্টর ওয়াটসনের জায়গায় জয়ব্রতরূপী রনবীর৷
সিম্পল বাট থ্রিলিং৷ বলেইছি তো৷
যদ্দুর জানি, শার্লকের কোন প্রেমিকা ছিলেন না৷ তবে সত্যান্বেষী ব্যোমকেশের সাথে সত্যবতীর পরিচয়, প্রণয় এবং পরিণয় কেসের সূত্রেই ছিল৷ এখানেও সত্যবতী আছে৷ আপনি দেখুন, চিনবেন৷ আর ঠিক এই জন্যই শার্লক থেকে একটু আলাদা মনে হবে৷
লোকেশন, কালার থিম সবকিছুই মন ভরানো৷ একদম ঝরঝরে কাহিনী৷ হাতে যদি কিছুটা সময় থাকে তো চার-পাঁচদিনের মধ্যে দেখে ফেলতে পারেন শেখর হোম৷
কোথায় দেখবেন? জিও নেটওয়ার্কে মুক্তি পেয়েছে৷ আর ফ্রিতে দেখতে চাইলে টেলিগ্রাম অ্যাপ৷ আমি ওখানেই দেখেছি৷ একেকটা পর্ব গড়ে পঁয়তাল্লিশ মিনিট করে৷ কিন্তু সময়টা যে কোত্থেকে আর কীভাবে কেটে যাবে, টেরই পাবেন না৷
দেখুন, দেখুন৷ শেষটায় আমাকে ধন্যবাদ দেবেনই৷
এতো কনফিডেন্স কীভাবে?
হাহ...
ইটস এলিমেন্ট্রি, মাই ডিয়ার।
#শেখর_হোম #ShekharHome
৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৩
মন থেকে বলি বলেছেন: অডিওবুক আমিও শুনি। খুব ভালো লাগে। এই সিরিজটা দেখতে পারেন। খুব ইন্টারেস্টিং
২| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:৩৪
মিরোরডডল বলেছেন:
সিরিজ দেখা হয়না, তবে ক্রাইম থ্রিলার মুভি দেখা হয়।
বিশেষ করে সত্যি ঘটনা অবলম্বনে থ্রিলার মুভিগুলো বেশি ভালো লাগে।
শ্বাসরুদ্ধকর!!!
৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৩
মন থেকে বলি বলেছেন: এই সিরিজটা খুব ইন্টারেস্টিং। দেখতে পারেন।
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২২
আমি সাজিদ বলেছেন: অনেকদিন কোনো সিরিজ দেখা হয় না। তবে সময় পেলে প্রচুর ডকুমেন্টারি দেখছি। মাঝে মাঝে অডিও বুক চালিয়ে ঘুমাতে যাই। মীর একটায় শার্লকের গলায় দেয়, সব্যসাচী দেন ফেলুদার। কি শুনেছি সকালে মনে থাকে না। তবে আমার জন্য ৩-৪-৭ ব্রেথ ওয়ার্কের চেয়ে বহুগুণে ভালো।