নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry. Stay Foolish.
২০১০ সালে প্রথম ব্লগ ব্যাপারটা মাথায় ঢোকে। লেখালিখির অভ্যাস অনেক আগে থেকেই ছিল। কিন্তু সেটা ডাইরিতে। অনলাইনে লেখার উপায় জানার পর সামুতে আইডিটা তখনই খুলেছিলাম।
এই সাড়ে চোদ্দ বছরে মাত্র দেড়শ পোস্ট আর অল্প কিছু ইন্টার্যাকশন দিয়ে আসলে আমার লেখালিখির ব্যাপারটা বোঝাতে পারব না, চাইছিও না। আমার লেখালিখি মূলত ফেসবুকে আর বই প্রকাশের মধ্যেই আছে। ইদানিং আবার ব্লগটায় লিখতে ইচ্ছা করছে বলে শুরু করেছি।
ছোট্ট এই লেখাটা সামু নিয়ে। অথবা বলা ভালো, আমার সামু অভিজ্ঞতা নিয়ে।
কয়েকটা নিক আমি ফলো করতাম যাদের লেখা পড়ে ব্লগ লেখা শুরু। তাদের অনেকেই আর নেই, সেই ২০১২ সালের পর থেকেই, যদিও নিকটা চালু আছে। কেমন একটা ব্যাপার, তাই না?
মাঝখানে সামু অনেক চড়াই উৎরাই পার হয়েছে। নিউজে দেখেছি। এরপরও সামুর অরাণ যে ব্লগাররা, তাঁরা কন্টিনিউ করে যাচ্ছেন। তবে মনে হচ্ছে আগের মতো ডায়নামিক, ভাইব্রেন্ট পরিবেশ দেখা যাচ্ছে না। এটা কি কন্টেন্টের জন্য, নাকি পোস্ট কম হওয়ার জন্য, নাকি ব্লগার কমে যাওয়ার জন্য - জানি না। এই পর্যবেক্ষণ একান্তই আমার। ভুলও হতে পারে।
এককালে ব্লগ আর ফেসবুকে লেখার মধ্যে পার্থক্য আছে ভাবতাম। কিন্তু আদতে সেটা নেই। নিজের পেইজই নিজের ব্লগ। অথবা নিজের ওয়ালে পোস্ট করা পাবলিক পোস্ট নিজের ব্লগ হিসেবে একই কাজ করে। হ্যাশট্যাগ, কী-ওয়র্ড ব্যবহার করলে সার্চে সেগুলো আসবে। তাহলে অনেক বেশি ইন্টার্যাক্টিভ প্ল্যাটফর্ম ফেসবুক ছেড়ে ব্লগে কেন লিখবে মানুষ? এই ব্যাপারটায় যদি কেউ আলোকপাত করতেন, সত্যিই খুশি হব।
আমি আবার ব্লগ লিখতে শুরু করেছি একটাই কারণে - আপাতত ফেসবুকে লিখতে চাইছি না, তাই। এর বাইরে আর কোনই কারণ নেই। ব্লগটা আপাতত অনলাইন আর্কাইভ হিসেবে ব্যবহার করছিম
এমন কিন্তু না যে একটা ব্লগ পোস্টের রিচ অনেক। সাধারণত খুব জনপ্রিয় ব্লগার ছাড়া সেটা হয় না। এ ব্যাপারেও পরামর্শ চাইব অভিজ্ঞ ব্লগারদের কাছ থেকে; কীভাবে নিজের লেখাটা অনেকের কাছে পোঁছানো যায়, সেটা নিয়ে কোন টিপস।
ব্লগে নিজের পরিচয়জ্ঞাপক কিছু দেয়াটা কি ভুল? আমি তো ডিটেইলে দিয়েছি, মায় ছবিসহ। কিন্তু সবাইকে নিকনেম ব্যবহার করতে দেখি এবং আলাদা ছবি। এই ব্যাপারটার যুক্তিটা আসলে কী?
আশা করি, সচলায়তনের মতো আচমকা সামুও বন্ধ হয়ে যাবে না। নিয়মিত এবং অনিয়মিত সব ব্লগারের জন্যই এটা লেখার জায়গা যতটা না, তার থেকে বেশি আবেগের জায়গা। সামু বহু বছর সচল থাকুক - মন থেকেই চাই।
সবাইকে শুভকামনা।
২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৭
মন থেকে বলি বলেছেন: এটা তো আমিও বললাম। কিন্তু কারণটা কী?
২| ২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৫
ডার্ক ম্যান বলেছেন: যার শুরু আছে তার শেষও আছে
২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৭
মন থেকে বলি বলেছেন: তা তো আছেই। কিন্তু শেষটা যেন অনেক বিলম্বিত হয়।
৩| ২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষ এখন পড়ে না। যে যার আদর্শ প্রচারে ব্যস্ত। কেউ কেউ ব্যস্ত দালালিতে।
২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৪
মন থেকে বলি বলেছেন: এটা অবশ্য খুব ভুল বলেননি। তবে সেই কাজটা কিন্তু নিজের ফেসবুক ওয়ালে বা ইউটিউবে ভ্লগ আকারে করছেই। ব্লগের আলাদা উপযোগিতটা বুঝতে চাইছিলাম আর কি।
তবে একটা ব্যাপারে সামান্য দ্বিমত আছেঃ মানুষ পড়ে না - এইটাতে। যারা পড়ার তারা ঠিকই পড়ে। কিছু পাঠক আবার ভিউয়ার হয়ে গিয়েছে (ভ্লগ) আর কেউ হয়েছে লিসনার (অডিওবুক)। ঘুরেফিরে মূল উদ্দেশ্য ব্যাহত না হলেই হলো। তবে সামুর ব্লগের পাঠক যে অনেকটাই কমে গেছে, তাতে সন্দেহ নেই।
আপনাকে আন্তরিক ধন্যবাদ মন্ত্যবের জন্য।
৪| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৭
আমি সাজিদ বলেছেন: এখানে আপনার ইনফরমেশন কে কোন ধরনের স্বার্থে ব্যবহার করবে তা বলা মুশকিল। ব্লগ থেকে সূত্রপাত হয়ে অনেক নেতিবাচক ঘটনা ঘটে গেছে গত এক দশকে। এছাড়াও যেহেতু ব্লগারদের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে ব্লগের কর্তা ও মাতাদের কোনও স্পষ্ট কমিটমেন্টও নাই তাই এখানে গোপনীয়তা বজায় রাখাই ভালো।
২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪১
মন থেকে বলি বলেছেন: ইনফরমেশনের ব্যাপারটা ঠিকই বলেছেন। কিন্তু ব্লগের থেকে অনেক বেশি ডিটেইলে ইনফো থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে (মূলত ছবি)। তাই ব্যক্তিগত গোপনীয়তা অনেক আগেই কম্প্রোমাইজড কিন্তু। অবশ্য কারও যদি এই ব্লগ আইডি ছাড়া অন্য কিছু না থাকে তাহলে এই যুক্তি খাটে। এক্ষেত্রে তা নেই। এজন্যই প্রশ্নটা করেছিলাম।
আপনাকে অনেক ধন্যবাদ মন্তবের জন্য।
৫| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৪
জটিল ভাই বলেছেন:
আপনার এই পোস্ট পড়ে মনে হচ্ছে সামুও অচিরেই বন্ধ হয়ে যাবে
২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪২
মন থেকে বলি বলেছেন: আরে না, কী যে বলেন। বন্ধ কেন হবে? লেখালিখি চালিয়ে গেলে ব্লগও বেঁচে থাকবে। অবশ্য অ্যাডমিনদের কিছু কার্যক্রম হাতে নিয়ে ব্লগকে আবার চাঙা করে তুলতে হবে মাঝে মধ্যে। নইলে ঝিমিয়ে যাবে আরও। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:০৮
আমি সাজিদ বলেছেন: এখানে নিজের নাম, ছবি ও বিস্তারিত পরিচয় উল্লেখ না করাই ভালো মনে হয়।