নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry. Stay Foolish.
মুখ ও হাত পিছমোড়া করে চেয়ারটার সাথে বাঁধা।
লোকটা ওকে ছোঁয়ওনি। শুধু বিউটি-বোনটায় আঙ্গুল বুলিয়েছে। মেয়েটা বোবা আতংকে তাকিয়ে আছে সামনে। হাত-করাতটা বাল্বের আলোয় ঝলসাচ্ছে।
"শুধু এই হাড়টাই নেব।" - ফ্যাঁসফ্যাঁসে কন্ঠে আশ্বস্ত করে সিরিয়াল কিলার। গত আট মাসে সতেরটা খুনের কথা মনে পড়ে গেল মেয়েটার। চিকন সাদা হাড়গুলো পাশেই স্তুপ হয়ে আছে।
কামরার দূরের অন্ধকারতম কোণে আরেকজনের উপস্থিতি দু'জনেরই অজানা। অন্ধকারবাসী এবার উঠে দাঁড়িয়েছে। মঞ্চে নামার সময় আসন্ন।
খুনি এগোয়। তারপর হঠাৎই হুমড়ি খেয়ে পড়ে। সেই মুহূর্তেই শিকার ও শিকারীকে বিস্ময়ে অবশ করে ছিটকে এলো শব্দটা।
কাট...!!! কিস্যু হয়নি। পুরোটা রি-টেক করো।"
বিরক্তিতে ঘুরে দাঁড়ালেন ডিরেক্টর।
(অনেকদিন আগে একটা প্রতিযোগিতার জন্য লিখেছিলাম। ৯৯ শব্দে গল্প শেষ করতে হবে। এ হলো সেই। কেমন লাগল, জানালে ভালো লাগবে।)
১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৪
মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ
২| ১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৪
মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:০২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভালো লেগেছে।