নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক কিছু লিখতে চেয়েছিল। কিন্তু লেখাগুলো খুঁজে পায়নি। অনেক কিছু বলতে চেয়েছিল। কিন্তু সেগুলো শোনারও সময় কারও ছিল না

মন থেকে বলি

Stay Hungry. Stay Foolish.

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

লেখালিখি খেলা

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৯

তুমি লেখ?
হুঁ...লিখি তো।

কি লেখ?
এইতো, যা ইচ্ছে করে সেটাই।
শব্দমালার খেলা।

লিখতে ভাল লাগে?
না লাগলে লিখি?
লিখলে মনে হয় জানালা খুলে দিলাম।

জানো, আমারও না খুব ইচ্ছে করে।
কি? লিখতে?
হুম...কিন্তু, কিন্তু শব্দগুলো বাঁধতে পারি না যে।
ছন্দ পাইনা, সুর ও স্বর হারাই।
এভাবে কি লেখা হয়, বল?

খুব হয়।
তোমার মনের আকাশই তোমার খাতা।
তাতে যা ইচ্ছে আঁকিবুকি করো না।
মেঘের কি আকার হয়? না কি হতেই হয়?
তবে লেখার হবে কেন?
মন খুলে দাও...আঁচড় কেটে যাও।
তোমার ভাললাগাটাই সত্যি, বাকি সব দূর..দূর!

সত্যিই তো...এভাবে ভাবিনি।
এখন আমি লিখব,
প্রাণভরে, প্রাণ খুলে।
আমার 'যা ইচ্ছে তাই' লেখার খাতায়।



#কাব্যতাড়না
১১ অক্টোবর ২০১৭ | রাত ১১:০৮ মিনিট

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০২

মাহির মুনিম বলেছেন: তোমার মনের আকাশই তোমার খাতা।

দৃঢ় সুন্দর ভাবনা। ভালো লাগায় ভালোবাসা জমিয়ে গেলাম।
ভালো থাকুন অভ্যাসের ভেতর বাহির জুড়ে।

২৬ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫৩

মন থেকে বলি বলেছেন: েরিতে হলেও উত্তর দেওয়া কর্তব্য। আসলে আই ডি হারিয়ে গিয়েছিলো।
অনেক অনেক ধন্যবাদ এত্তো চমতকার করে বলার জন্য

২| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৬

Salina Alam বলেছেন: মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি

১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:২৮

মন থেকে বলি বলেছেন: onek dhonnobad. (roman horofe likhchi bole kichu mone korben na. bangla type hocche na keno jani)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.