নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry. Stay Foolish.
একটা নয়, দুটো নয়, একেবারে চার চারটে।
খুলেই বলি তাহলে।
আজ একটা দাওয়াত ছিল। যার বাসায় তার ছেলে রিদম আমার ছোট ছেলে তওসিফের সাথে আর মেয়ে রাইদা পড়ে আমার বড় ছেলে আইমানের সাথে। আমরা বড়রা এক রুমে গল্প করছি আর ছোটরা আরেক রুমে খেলছে।
যখন সেই বাসা থেকে বের হচ্ছি, আইমান, মানে আমার বড় ছেলে আমাকে ফিস ফিস করে বললোঃ
- বাবা, তোমার সাথে একটা কথা শেয়ার করতে চাই।
- কি কথা, বলো বাবা।
- না, আম্মুর সামনে না। বাসায় গিয়ে একা তোমাকে বলব।
আমার তো ভালই কৌতুহল হলো। ঘটনা কি? তবে এ-ও মনে হলো, ছেলের আমার বাবার সাথে প্রাইভেট টক তৈরি হচ্ছে। ভাল লক্ষণ।
রাতে, বিছানায় শুয়ে ছেলে আমার বোমাটা ফাটাল।
- এবার বল তো বাবা ঘটনা কি?
- আজকে রাইদা আমাকে একটা কথা বলেছে।
আইমানের মুখে লজ্জা মাখানো হাসি। আমি হালকা আন্দাজ করার চেষ্টা করছি। প্রশ্ন চালিয়ে গেলাম।
- কি বলেছে?
- বলেছে যে ওদের ক্লাসের মনিষা, স্বর্ণা আর ফিমা - এই তিনজনের....
- কি, তিনজনের কি?
- রাইদা বললো They have a secret crush on me.
- এঁ...তুমি কি বললে এ কথা শুনে?
- আমি কি বলব? থ্যাংক্স বললাম আর জিজ্ঞেস করলাম কেন ওরা এটা বললো। তখন রাইদা বললো যে 'তুমি অনেক স্মার্ট আর হ্যান্ডসাম, তাই'।
- আর কিছু বলে নি রাইদা?
- হুঁ বলেছে। ও বললো I also have crush on you. You are very handsone.
.
.
.
এদ্দিন এক ঢিলে দুই পাখি মারার কথা শুনেছি। কিন্তু এ যে দেখি চার পাখি নিজেই হেঁটে চলে এসেছে ঢিল ছোড়ার আগেই। নিভার এর কাছ থেকে শুনলাম এদের মধ্যে মনিষা না কি দারুন সুন্দর। ছেলেদের হার্টথ্রব। আমি নিজে পাকড়াতে পেরেছিলাম একটাকে, তাও বিশ বছর বয়সে। ছেলে যে আমাকেও ছাড়িয়ে বহুদূর এগিয়ে গেল।
এখন ছেলের একটাই প্রশ্নঃ বাবা, ওরা আমাকে এইটা বললো কেন? অবশ্য প্রশ্নের সাথে সাথে মুখ জোড়া লাজুক হাসি। আমি বললাম, তোমাকে পছন্দ হয়েছে, তাই বলেছে। তোমার যখন এরকম কাউকে পছন্দ হবে, আমাকে জানিও। আমি কিছু টিপস দিয়ে দেব কি বলতে হয় মেয়েদের। ছেলের উত্তরঃ ধুর বাবা, তুমি যে কি দুষ্টু। আমি ছোট না? আমার টিপস লাগবে না।
আমি বললামঃ বাবারে, সময় হলে ঠিকই লাগবে। তোর বাপ এ ব্যাপারে এক্সপার্ট।
অহোঃ কি আনন্দ!
আমি শ্বশুর হওয়ার পথে একধাপ এগিয়ে গেলাম আজ।
#আব্বাকাহিনী
২১ অক্টোবর, ২০১৭ | রাত ১১:৫১ মিনিট
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৫
সচেতনহ্যাপী বলেছেন: তার মানে বাপও.....