নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry. Stay Foolish.
তুই মগ্ন কথার খেলায়, আমি জড়াই লেখায়
ফেসবুক তোর সবুজ মাঠ আর আমার লেখা খাতায়।
তুই বড্ড শীতকাতুরে, কাঁপন ধরায় এসি
আমার কিন্তু অতটা নয়, গরম লাগে বেশি।
তুই সিরিয়াস ভীষন রকম বাচ্চাদেরকে পড়াস
আমি বসে হাই তুলি, তুই ধমকে ঘুম তাড়াস।
আমার প্রিয় ঘরের কোণে বইটা হাতে নিয়ে
তুই ছুটে যাস এখান ওখান গল্পে মাতিস গিয়ে।
সোশ্যাল স্কিল আমার যে নেই মোটেই একটুখানি
তুই হলি ম্যাগনেটের মত নেটওয়ার্কের রাণী।
আমার প্রিয় পেট ভরা ভাত, ঘরেই বসে খেতে
তোর পছন্দ হ্যাং-আউট প্লেসে কফিতে সিপ দিতে।
আমার মোটেও নেই যে পোষাক ম্যাচিং কিংবা ফিট
তোর মেকাপের টাচ আর ড্রেসআপ - উফ কি দারুন হিট।
করতে পারিস যে কাউকে এক নিমিষে মুগ্ধ
এদিক দিয়ে আমি আবার এক্কেবারে বুদ্ধু।
চেনা লোকের সাথে কথা বলতে জিভটা জমে
তোর ফোনালাপ কমপক্ষে আধঘন্টা চলে।
আমি শুধু মাসের শেষে টাকা দিয়েই খালাস
পুরো সংসার তুই একাই গড়্গড়িয়ে চালাস।
অল্প রোগে আমি কাতর, উহু! আহা!! গেলাম!!
জ্বর কিংবা অসুখ ছাড়া ক'দিনই তোকে পেলাম।
তোর আর আমার মধ্যে আছে অনেক বদল হাওয়ায়
তা-ও তুই নিজকে ভেঙ্গে গড়িস আমার চাওয়ায়।
দিন শেষে সেই এক বিছানায়, পাশ বালিসে হাত
আমারই তুই স্তব্ধ শুয়ে আমার পানে কাত।
একটা দুটো ছোট্ট কথা, টুকরো শব্দ খেলা
ওই মেয়েটা এই ছেলেটা নরম আবেশ মেলা।
দুটি মানুষ - কত্তকিছু আলাদা ভাবধারা
উনিশটি বসন্ত কাটল তবু এখনও মিস করা।
#কাব্যতাড়না
১৭ অক্টোবর ২০১৭ | রাত ১২:১৩ মিনিট
২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৪
মন থেকে বলি বলেছেন: হুঁ...পদ্যে কথা বলার মজাই আলাদা
২| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৮
শায়মা বলেছেন: পদ্য পদ্য প্রেম কাব্য!!!
উল্টা পাল্টা তবুও টক মিষ্টি ঝালটা !!!!!!
৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৮
মোস্তফা সোহেল বলেছেন: বেশ ভাল লিখেছেন । পড়ে ভাল লাগল।+++
৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৫
মন থেকে বলি বলেছেন: আপনিও দারুন করে বললেন। খুব ভাল লাগল। অনেক ধন্যবাদ
৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৫
মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ
৬| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৬
বরেন্য কবি বলেছেন: osadaron hose vai...tobe kicu vul ase ota khyel korbenplz
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৮
মন থেকে বলি বলেছেন: মনের কথা লিখে গিয়েছি। অতকিছু খেয়াল করা হয়নি।
৭| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
চাঁদগাজী বলেছেন:
সব পদ্য কবিতা নয়
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৭
মন থেকে বলি বলেছেন: নয়ই তো।
পদ্য হলো পদ্য। তবে কবিতা লেখার চেষ্টা থেকেই এর জন্ম।
পার্থক্যটা অবশ্য জানা নেই।
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০২
চাঁদগাজী বলেছেন:
পড়লাম, পদ্য বলে কথা; কিছু লোকজন পদ্যে কথা বলতে ভালোবাসেন