নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক কিছু লিখতে চেয়েছিল। কিন্তু লেখাগুলো খুঁজে পায়নি। অনেক কিছু বলতে চেয়েছিল। কিন্তু সেগুলো শোনারও সময় কারও ছিল না

মন থেকে বলি

Stay Hungry. Stay Foolish.

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

মনউদাসের কাব্য

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫১

বুকপকেটে ভাঁজ করা খাম
তোমার কথা লেখে
ড্রয়ার বোঝাই কাগজ গোছা
তোমার ছবি আঁকে।

বইয়ের পাতার পালক খুলে
নিঃশ্বাসে সুগন্ধ
জানতে যদি সুবাস নাড়ায়
বুকের হৃদস্পন্দ।

একলা আকাশ একমুঠো নেই
আলগা করে ধরা
মিষ্টিমাখা ভাবনা তোমায়
দিগবিদিক আজ হারা।

বটপাকুড়ের ডাল মেলেছে
ছায়া ঘনায় ঘাসে
চুপটি দুপুর, ঘুর্ণি ধুলো,
উড়ল আশে পাশে।

হেঁটেছিলাম শান্ত বিকেল
শুকনো পাতার ছন্দে
যাই হারিয়ে ইচ্ছেমতন
নিরুদ্দেশ আনন্দে।

ক্লান্ত আলের ধার
আমার সবুজ এ সংসার
আমি ভাবতাম, শুধু চাইতাম
তুমি ফিরবে কবে আর।

ধাপ নেমে যায় জলে
নৌকো বাঁধা ঘাট
জলের দোলায় দুলছে ছবি
ঢেউ এর ছলছলাৎ।

আবীরমাখা এই গোধুলী
ডাকলো যে আয়, আয়
সবকিছু আজ পূর্ণ হতো
পেতাম যদি তোমায়।


#কাব্যতাড়না
২৬ সেপ্টেম্বর ২০১৭

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

অর্থনীতিবিদ বলেছেন: সুন্দর তো কবিতাটা।

২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১১

মন থেকে বলি বলেছেন: অর্থনীতিবিদের ভাল লাগা তো বিরাট ব্যাপার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.