নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক কিছু লিখতে চেয়েছিল। কিন্তু লেখাগুলো খুঁজে পায়নি। অনেক কিছু বলতে চেয়েছিল। কিন্তু সেগুলো শোনারও সময় কারও ছিল না

মন থেকে বলি

Stay Hungry. Stay Foolish.

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ চলো বদলাই

২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৯


আজ চলো বদলে যাই,

অফিসের ফাঁকি দিয়ে চলো যাই টিএসসিতে।
সবুজ ঘাসের গালিচায় বসি পাশাপাশি,
ডেকে নেই সেই চাওয়ালা ছেলেটাকে।
মেঘের ছায়ায় বসে হোক ছোট্ট চুমুক চায়ের কাপে।


আজকের দিনটা হোক না অন্যরকম,

গাড়িটা ছেড়ে দিয়ে বসি রিকশায়।
ছোট্ট জায়গায় আগের মতো চাপাচাপি হোক।
তোমার হাত থাকুক আমার হাতের ওপর,
আমার গাল ছুঁয়ে যাক তোমার নরম চুল।


আজ এসো আমরা অন্য কিছু করি,

মোবাইল ফোনদুটোর সুইচ অফ করে রাখি।
তারপর তোমাকে ডেকে নেই ল্যান্ডফোনে,
আর শব্দ ঝরে পড়ুক ঘন্টার পর ঘন্টা,
একদম ঠিক আগের মত।


আজ চল না অন্যরকম ভাবি,

সেই প্রথম প্রেমের দিনগুলোর মতোন,
তুমি সারাদিন ভাববে আমার কথা।
আর আমি লিখে যাব পাতার পর পাতা,
ডাইরিতে।
আর আঁকব তোমার ছবি আমার মনের খাতায়।


অন্তত কিছুক্ষনের জন্যে হলেও
চলো না ফিরে যাই সেই বছর বিশেক আগে,
আজ চলো একটু বদলাই।



#কাব্যতাড়না
২৪ জুলাই ২০১৭

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৬

আহমেদ জী এস বলেছেন: মন থেকে বলি ,




হুমমমমমম। ফেলে আসা দিনগুলো !!!!!!!! যে দিন গেছে তা গেছে ! বললেই কি বদলে ফেলা যায় ?

খুব ভালো লাগলো সহজ করে লেখা এই কবিতাটি ।

২৪ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৪

মন থেকে বলি বলেছেন: যায় না বলেই তো ইচ্ছেগুলো লিখে রাখা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.