নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry. Stay Foolish.
আবেগগুলো আজ কাঁপছে ভীষন রকম,
যেন ঝাউবনে বয়ে যাচ্ছে শীতের হিমেল বাতাস।
আলোড়নের মাঝে অস্তিত্বের কামনা আজ ভীষনরকম ব্যাকুল।
কোন এক তন্বী আমায় নিয়ে খেলছে।
বাজিকর যেমন সুতো নাড়িয়ে নাচায় পুতুল,
আমার অনুভব তেমনি নড়ছে প্রেমের সুতোয়,
বিক্ষিপ্ততা চাইনি আজ।
মানবিক উচ্ছ্বাস গুলো হারিয়েছে আবেদন।
আর মুক্তচিন্তাকে শেকল দিয়ে আষ্টেপিষ্টে বেঁধে রেখেছে।
কোন এক তন্বীকে বলছি - আমায় ভালবাদা দাও।
আমায় শুদ্ধস্নান করাও তোমার প্রেমধারায়।
কামনায় মূক হয়ে হাতড়ে যাব আমার অস্তিত্ব।
নীতিবোধ পদদলিত হোক,
প্রেম তো নীতি মেনে চলেনা।
আমি প্রেমিক হবো।
কোন এক তন্বীকে নিয়ে আমার বসবাস।
কল্পনায়, অনুভবে, নিঃশ্বাসে-প্রঃশ্বাসে।
বাস্তবতার নাগাল পেতে আমি চাইনি।
পেলব দেহটা আমার আলিঙ্গনে নিষ্পেষিত হবে।
স্বপ্ন দেখবো।
কোন এক তন্বী আমার স্বপ্নের রানী হয়ে থাক।
আমি তাকে অনুভব করে যাব
হৃদয়ের শেষ স্পন্দন পর্যন্ত।
এ আমার বিবেকী প্রতিজ্ঞার রক্তিম শপথ।
#কাব্যতাড়না
২২ জুলাই ২০১৭
২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:১২
মন থেকে বলি বলেছেন: কৃতজ্ঞতা নিরন্তর।
ভাল থাকবেন।
২| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:৪৫
সালমান মাহফুজ বলেছেন: বাজিকর যেমন সুতো নাড়িয়ে নাচায় পুতুল,
আমার অনুভব তেমনি নড়ছে প্রেমের সুতোয়,
বিক্ষিপ্ততা চাইনি আজ।[/si-- সত্যিই নাড়িয়ে দেয়ার মত লাইন ।
২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:১২
মন থেকে বলি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ চমৎকারভাবে উৎসাহ দেওয়ার জন্য।
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৫
নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো অনেক।।