নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry. Stay Foolish.
মেয়েটার ছিল বাড়ি ফেরার তাড়া,
ছেলেটা চাইছিল আরেকটু হোক থাকা।
মেয়েটার ভয় সূর্য ডুবে গেলে
শুনতে হবে বাবার কঠিন বকা।
মেয়েটা হলো মিষ্টি পনের বছর,
বছর বিশেক হবে যে ছেলেটার।
একই পাড়ায় কাছাকাছি দুটো বাড়ি,
দেখা হয়ে যায় প্রতিদিন একবার।
স্কুলের বাসটা প্রতিদিন এসে দাঁড়ায়,
মেয়েটা আস্তে আস্তে উঠে যায়।
দূরের শিমুল গাছের আড়াল থেকে
ছেলেটা শুধুই তাকিয়ে তাকিয়ে রয়।
উচ্ছ্বল দুটি তরুন তরুনী তারা,
মিষ্টি প্রেমের দুরন্ত এক জুটি।
দুজনেই ভালবাসাতে বুঁদ হয়ে,
ভাবছে প্রেমের হবে না কভু ছুটি।
কদাচিৎ পায় পরষ্পরের দেখা।
হঠাৎ হঠাৎ লাজুক চোখাচোখি।
কখনও যদি কাছাকাছি চলে এলে,
চোখের আড়ালে আঙ্গুলের মাখামাখি।
এমনি করে প্রেমের সপ্তাহ - মাস,
চিঠি চালাচালি প্রেমেরই অনুপ্রাস।
একদিন ঠিকই বয়স বেড়ে যাবে,
তবু মধুরতম আবেগটি ঠিকই রবে।
.
.
.
ব্যস্ত অফিসে একটা ক্লান্ত মানুষ,
মেঘলা দুপুরে হয়ত উদাস হয়ে।
ভাবছে ফেলে আসা জীবনের কথা,
মনে উঁকি দেয় মিষ্টি একটি মেয়ে।
স্কুলের গেটে মা'টি অপেক্ষায়,
ছেলেটির তার ছুটি কখন হবে।
চোখ চলে যায় দূরের শিমুল গাছে,
মন ফিরে যায় বছর বিশেক আগে।
সেদিনও এই গাছটা এখানে ছিল,
আড়ালে ছিল লাজুক চোখের উঁকি।
আজ সেখানে শুধুই ঝরা পাতা,
সময় তাকে দিয়েছে বড়ই ফাঁকি।
কোথায় হারায় সেই শৈশব প্রেম?
চ্যাপ্টা চিঠি বইয়ের পাতার ভাঁজে?
আজ দুজনে দুই ভুবনের প্রাণী,
ব্যস্ত তারা আপন আপন কাজে।
শুধু বোঝে ভালবাসা মরে যায়নি,
জমে আছে জীবনের খাঁজে খাঁজে।
#কাব্যতাড়না
(৫ জুলাই ২০১৭ | রাত ১:৫৭ মিনিট)
০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:২২
মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ
২| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:০৯
কাউছার মাহবুব বলেছেন: ভালোবাসা এরকমই হয়।
০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:২২
মন থেকে বলি বলেছেন: ঠিক বলেছেন
©somewhere in net ltd.
১| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৭:২৮
লেখা পাগলা বলেছেন: ভালো লিখেছেন কাব্য ।