নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry. Stay Foolish.
তাকে আমি দেখলাম ঠিক চার বছর পরে।
বদলায়নি এতটুকুও। শুধু রাগটা যেন একটু কমেছে।
রাগের মৃদু গর্জন আমি শুনি কান পেতে।
আমি বসেছিলাম ঠিক তার সামনে। পাথরের বেদির ওপর।
নিষ্পলক তাকিয়ে দেখছিলাম তার ছন্দবদ্ধ খেলা।
সারি সারি সাদা শিরোস্ত্রান পরে তার সৈন্যদল মার্চ করছিল।
আমার কিন্তু মনে হলো, সে তার অর্ঘ্য নিবেদন করছিল।
আমার প্রতি ভালোবাসার অর্ঘ্য।
অনেকদিন পর তার কাছে ফিরে আসার উচ্ছ্বাসের শব্দ।
সে ছিল বিশাল। এখনও তাই।
আকাশ তাকে চুমু দেয়, বাতাস তার গায়ে হাত বুলোয়।
সূর্য তাকে পরিয়ে দেয় ঝলমলে রাজ পোষাক।
রাজকীয় বেশে সে সম্রাটের মত হাজির হয়।
সে তার উচ্ছ্বাসে ভিজিয়ে দিচ্ছিল বিস্তৃত বেলাভূমি।
আমার পায়ে এসে আলতো স্পর্ষে ছুঁয়ে গেল।
আমি পা ভেজালাম ভালবাসার দানে।
অনেক বছর পর আমি সমুদ্রকে দেখলাম।
নিঃসঙ্গ বসে তার সান্নিধ্য উপভোগ করলাম।
একটা কালো কুকুর আমাকে সঙ্গ দিল।
আমি সাগর দেখলাম, পায়ে মাখলাম তার শীতল পানি।
আমি যেন ফিরে গেলাম অতীতে।
যখন সাগর আমার বন্ধু হয়েছিল।
যার অনুভব আজও একবিন্দু মলিন হয়নি।
আমি ফিরে এসেছি বন্ধু।
#কাব্যতাড়না
৩০ শে জুন, ২০১৭ রাত ১১:১৯
মন থেকে বলি বলেছেন: অশেষ কৃতজ্ঞতা।
২| ৩০ শে জুন, ২০১৭ রাত ১১:২৯
মামুন ইসলাম বলেছেন: চমৎকার।
০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:০১
মন থেকে বলি বলেছেন: ভাল লাগলেই লেলহার সার্থকতা
৩| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১২:৩২
মোঃ জহিরুল হোসেন খান বলেছেন: চমৎকার লিখেছেন কবি।
০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:০১
মন থেকে বলি বলেছেন: অশেষ কৃতজ্ঞতা।
৪| ০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৬
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +++
০১ লা জুলাই, ২০১৭ দুপুর ১:০২
মন থেকে বলি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সবসময় উৎসাহ দেবার জন্য।
৫| ০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:১৯
ভ্রমরের ডানা বলেছেন:
বেশ ভাল লাগা!
০৩ রা জুলাই, ২০১৭ রাত ১২:৫২
মন থেকে বলি বলেছেন: কৃতজ্ঞতা
©somewhere in net ltd.
১| ৩০ শে জুন, ২০১৭ রাত ১১:১৬
অশ্রুত প্রহর বলেছেন: সুন্দর লিখেছেন।