নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry. Stay Foolish.
ঘুমের বড়ি গিলেও যার ঘুম আসে না,
তার জন্য ঘুম নয়।
নির্ঘুম রাত সে পার করবে কবিতা লিখে।
অভুক্ত থেকেও যার ক্ষুধা লাগে না,
খাবার তার জন্য নয়।
শূন্য পাকস্থলী নিয়ে সে উপুড় হয়ে শোবে।
কৌতুক শুনেও যার হাসি এলো না,
জেন আনন্দ তার ভাগ্যে নেই।
শুষ্ক বালিয়াড়ি হয়ে আছে তার মস্তিষ্ক।
অশ্রাব্য গালিতেও যে মানুষ রাগল না,
মনে রেখ হয় সে বধির, নয় কঠিনভাবে সংযমী
তার জন্য কোনরকম শাস্তিই প্রযোজ্য নয়।
মৃত্য দেখেও যে কাঁদল না একটুও,
হৃদপিন্ডের কোমলতা সে হারিয়েছে আগেই।
সে দুঃখ পাবে না, একদমই না।
না চাইতেই যে আদরের প্লাবনে ভেসেছে,
তারমত সৌভাগ্যবান আর কেউ নয়।
দুঃখবিলাস শুধু তাকেই মানাবে।
যে ভালবাসার সন্ধান পেল ঘাই হরিনী খুঁজতে গিয়ে,
একমাত্র সে-ই এর প্রকৃত মূল্য বুঝতে পারলো।
ভালবাসাতে অধিকার একমাত্র তারই।
আয়নার সামনে যে মানুষটা প্রত্যেকদিন দাঁড়ায়,
খর চোখে খুঁটিয়ে দেখে নিজেকে,
সে-ই আসল আত্মসন্ধানী।
নিজেকে এভাবেই চিনে নিও বন্ধু।
#কাব্যতাড়না
(২৩/০৬/১৭ | রাত ২:৫৯ মিনিট)
©somewhere in net ltd.