নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক কিছু লিখতে চেয়েছিল। কিন্তু লেখাগুলো খুঁজে পায়নি। অনেক কিছু বলতে চেয়েছিল। কিন্তু সেগুলো শোনারও সময় কারও ছিল না

মন থেকে বলি

Stay Hungry. Stay Foolish.

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

না পাঠানো চিঠি

২১ শে জুন, ২০১৭ রাত ১২:৩৭



(আজ থেকে ঠিক বিশ বছর আগে, ১৮ই জানুয়ারি ১৯৯৭ সালে এই চিঠি লেখা। কখনও তাকে পাঠানো হয়নি। এ আমার প্রথম এবং একমাত্র না পাঠানো চিঠি)
--------------------------+

"আমার ডাইরি লেখার অভ্যাস নেই। কারণটাও আমার জানা নেই। হয়ত কখনও ইচ্ছে করেনি। তাই আজ যখন কলম নিয়ে ডাইরি খুলে বসেছি, নিশ্চয়ই তার একটা কারণ আছে।

কারণটা যদিও আমার জানা, তারপরও ডাইরির পাতায় তা লিখে রাখছি একারণে যে এই ঘটনাটা আমার জীবনের খুব অত্যাশ্চর্য ঘটনা। বলা যায় অকল্পনীয়। আমি চাই সময়ের আবর্তে আমার আজকের আবেগী হৃদয় পরিবর্তিত হলেও যেন এই লেখা আমার স্মৃতির অণুগুলোকে উজ্জীবিত করে তুলতে পারে।

তোমাকে আজ পরিপূর্ণভাবে নিজের করে পেয়েছি। তোমার পাশে বসে কথা বললাম আজ। আমরা কিছুক্ষন রিকশাতে একসাথে ঘুরলামও। লেখালেখিতে আমি দূর্বল। আমার হৃদয়ের অনুভূতিগুলো তাই ঠিকমত প্রকাশ করতে পারছিনা। শুধু একটা কথাই লিখতে পারছিঃ আমার সারা মন-প্রাণ-মস্তিষ্ক জুড়ে যদি কেউ থাকে, তাহলে সে তুমি। তুমি আমার, আমি তোমার - এটাই প্রেম।

যতই গল্প উপন্যাস পড়েছি না কেন আজ সত্যিকরে উপলব্ধি করতে পারছি; কি স্বর্গীয়, কি মধুর এই প্রেম। তাই এটাও বুঝতে পারছি, কেন প্রেমে পড়লে সবাই কবি হয়ে যায়।

আর লিখব না। ডায়রি বন্ধ করে এখন শুধু তোমার কথা ভাবব।"


#গদ্যতাড়না

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৭ রাত ১:১৮

সচেতনহ্যাপী বলেছেন: প্রথম থেকে শেষ পর্যন্তই, তুমি।। তাই চাইও তোমাকে (সুমনের কবিতার অনুকরনে_।।

২১ শে জুন, ২০১৭ রাত ১:২৪

মন থেকে বলি বলেছেন: হুম...তুমি।
আর এই 'তুমি' নিয়েই ঘর করছি আজ পর্যন্ত।

২| ২১ শে জুন, ২০১৭ রাত ১:২৮

ভ্রমরের ডানা বলেছেন:


অনুভব বেশ কড়া!

২১ শে জুন, ২০১৭ রাত ৯:৩৭

মন থেকে বলি বলেছেন: বেশি কড়া না তো আবার?

৩| ২১ শে জুন, ২০১৭ রাত ১:৪১

সচেতনহ্যাপী বলেছেন: ঘর তো মানুষ "দ্বিতীয় পারসন" নিয়েই করে, তাই না??

২১ শে জুন, ২০১৭ রাত ৯:৩৮

মন থেকে বলি বলেছেন: তা ঠিক। এই দ্বিতীয় ব্যক্তিই আসল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.