নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক কিছু লিখতে চেয়েছিল। কিন্তু লেখাগুলো খুঁজে পায়নি। অনেক কিছু বলতে চেয়েছিল। কিন্তু সেগুলো শোনারও সময় কারও ছিল না

মন থেকে বলি

Stay Hungry. Stay Foolish.

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ পরী

১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৬



তুই যদি চাস, তবে থাকব আমি একা,
যতই লোকে বলুক আমাকে বিশ্ববোকা।
আবার হঠাৎ করে, কাছে টেনে নিলে,
বিলীন হতে পারি আমি ওই অন্তরালে।

আমার সকাল-ভোর কেড়ে নিতে পারিস।
আমার দুপুর রোদ আদরমাখা করিস।
আমার বিকেলটুকু রাঙিয়ে দিতে পারিস।
আমার সাঁঝবেলাটা ঝিঁঝিঁডাকা করিস।

তবু আমারই থাকিস তুই, ওরে জলপরী।


আমার পৃথিবীটা শুধু তোকেই দিয়ে ভরা,
যখন হারাই তোকে, হয়ে যাই মনমরা।
আবার ফিরে এসে আদরমাখা ছুঁড়ে
আমায় করে দিলি আলসে, বড্ড কুঁড়ে।

আমার ভালবাসা শুধুই তোকে ঘিরে।
আমার বেঁচে থাকা এত্ত লোকের ভীড়ে।
আমার কষ্টগুলো তোর বিহনে জাগে।
আমার ভেতর জ্বলে তোরই অন্তরাগে।

আমারই থাকিস তুই, প্লিজ নীলপরী।


এভাবে বেঁচে থাকা, সুখ না কি দুঃখ?
তোকে নিয়ে তাই হিসেবটা খুব সুক্ষ।
আমি শুধুই তোর। তুইও কি হবি আমার?
এমনই অদ্ভুত দ্বন্দ্বে হচ্ছে যে কম্মকাবার!

আমি তাই তোকে চাই সকাল-দুপুর-সন্ধ্যে;
পারছিনা বেঁচে থাকতে অদ্ভুত এই দ্বন্দ্বে।
তোকে ভালবেসে তাই পৃথিবীটা দেখি,
ভাবছি শুধুই বসে তুইও বাসিস না কি।

তুই শুধু আমারই থাক, ওরে জানপরী।


#কাব্যতাড়না

(১৮ই জুন ২০১৭ | রাত ২:২৬ মিনিট)

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা সুন্দর হয়েছে কিন্তু ছবিটা এমন না দিয়ে শালীন ছবি দিলে পারেন।

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:৩৪

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ দারুন উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য। ছবির দিকে নজর দিচ্ছি।

২| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর সুন্দর কবিতা দিচ্ছেন ভাই, ভালো লিখছেন ইদানিং সব কবিতা, পড়ে যাই প্রায়ই নীরবে।
আপনার ছবি সিলেক্ট করায় আর একটু নজর দেয়া দরকার ভাই

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:৩৪

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ দারুন উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য। ছবির দিকে নজর দিচ্ছি।

৩| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৮

মোস্তফা সোহেল বলেছেন: শুরুটা ভাল ছিল কিন্তু পরে কিছুটা এলোমেলো লাগল। তবে সব মিলিয়ে ভালই।

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:৩৫

মন থেকে বলি বলেছেন: একটু বেশি বড় হয়ে গিয়েছে কি?
আমি অবশ্য এভাবেই লিখতে চেয়েছিলাম।

৪| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৫

গেম চেঞ্জার বলেছেন: শুরু আর শেষ। বেশ ভালই!!

বিশেষ করে তুই সম্বোধনের ব্যাপারগুলো আমাকে বেশি টানে! :)

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:৩৬

মন থেকে বলি বলেছেন: অন্যরকম্ ভাবে লেখার ইচ্ছে হলো।
অনেক ধন্যবাদ

৫| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ! খুব সুন্দর হয়েছে ।

১৮ ই জুন, ২০১৭ রাত ৯:৩৬

মন থেকে বলি বলেছেন: অবেক অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.