নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry. Stay Foolish.
কি এক অদ্ভুত নেশায় পড়ে গেছি। লেখালিখির।
প্রতিদিন কিছু না কিছু না লিখলে, ব্লগে পোস্ট না করলে অস্থির লাগে। মনে হয়, দিনটা অপূর্ণ থেকে গেল।
মাঝে মাঝে নেশাটা বাড়ে। তখন একটা গল্প বা কবিতায় মন ভরে না। ভেতরটা তখনও ভরা ভরা লাগে। যেন শিব্দগুলোকে জোর করে আটকে রেখেছি বুকের খাঁচায় আর করোটির দেয়ালের মধ্যে। একবার লিখে ফেললেই হালকা।
আমি তো আর পেশাদার লেখক নই। স্বভাবকবিও নই। লেখার এত উপাদান বা গল্পের পছন্দসই প্লট কোথায় পাব? তখন হাঁতড়াতে থাকি স্মৃতির অলিগলি। চারপাশে কি দেখলাম এ কদিনে - সেগুলোও মনে করার প্রাণপন চেষ্টা চালাই। সফলতা কিন্তু বেশিরভাগ দিনই আসে না। তখনই ওই বুকে চাপ ধরা অনুভূতি। তখনই সেই মস্তিষ্কে রক্তকনিকাগুলোর ব্যর্থ ছোটাছুটি। নিজেকে ক্রমশ অপদার্থ ভাবা।
আচ্ছা....এ কি শুধুই লেখার নেশা? নিজেকে কিছুটা জাহির করার ইচ্ছে নয়? নাই-ই বা যদি হবে, তবে কেন দেখতে যাই আমার লেখা কে কয়বার পড়ল? অথবা মন্তব্যের ঘরে কে কিভাবে বিশ্লেষণ করল আমার লেখাটা? অস্বীকার করব না, বেশি পাঠককে আকর্ষণ করতে পারলে লেখার উৎসাহ সমানুপাতিহারেই বেড়ে যায়। এমনকি নতুন নতুন আইডিয়াও আসে।
এই দোদুল্যমানতার মধ্যে দুলছি সবসময়।
তাহলে কি লেখা শুধু পাঠকের জন্য? পাঠকপ্রিয়তা পাওয়ার জন্যই এত কসরত? তাহলে কি একান্ত নিজের জন্য কিচ্ছু লিখে যাওয়া যায় না? আমার লেখা শুধু আমিই পড়লাম, লেখার উদ্দেশ্য এটা হতেই পারে না।
তারমানে, লেখার ওপর আসলে দাবীদার দু'জন - লেখক এবং পাঠক।
যখন এই দুইএর সম্মিলন ঘটে, তখনই সেটা হয় সার্থক লেখা।
নয় কি?
#গদ্যতাড়না
১৬ই জুন ২০১৭ | রাত ২:৪০ মিনিটকি এক অদ্ভুত নেশায় পড়ে গেছি। লেখালিখির।
১৬ ই জুন, ২০১৭ রাত ৩:২০
মন থেকে বলি বলেছেন: একদম ঠিক বলেছেন।
২| ১৬ ই জুন, ২০১৭ ভোর ৪:৫২
চাঁদগাজী বলেছেন:
এই নেশা বিরাট কিছুর সিগন্যাল
১৬ ই জুন, ২০১৭ সকাল ৮:৫১
মন থেকে বলি বলেছেন: নাহ...নেশাই থাকবে। মনে হয়না এর থেকে বিরাট কিছু হবে।
৩| ১৬ ই জুন, ২০১৭ ভোর ৬:৫২
নির্বাক নিশাচর বলেছেন: আমিও এই নেশায় আটকা পড়ে গেছি।সারাদিনে অন্তত একটা কিছু না লিখলে স্বস্তি পাই না।
১৬ ই জুন, ২০১৭ সকাল ৮:৫২
মন থেকে বলি বলেছেন: বোঝা গেল, আমি একা নই। ভাল লাগল আপনার কথা শুনে।
৪| ১৬ ই জুন, ২০১৭ সকাল ১০:০৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লিখতে থাকুন।
১৭ ই জুন, ২০১৭ রাত ২:০১
মন থেকে বলি বলেছেন: সেটাই করে যাওয়ার চেষ্টা করছি
৫| ১৬ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৩
রাজীব নুর বলেছেন: আপনার দেখি আমার মতোন অবস্থা।
১৭ ই জুন, ২০১৭ রাত ২:০১
মন থেকে বলি বলেছেন: সহযাত্রী পাওয়া গেল তাহলে।
৬| ১৬ ই জুন, ২০১৭ রাত ১১:১০
সুমন কর বলেছেন: প্রতিদিন কিছু না কিছু না লিখলে, ব্লগে পোস্ট না করলে অস্থির লাগে। মনে হয়, দিনটা অপূর্ণ থেকে গেল। -- তাই বুঝি !! আর মন্তব্য করতে ইচ্ছে করে না। আপনার ব্লগ পরিসংখ্যান:
পোস্ট করেছি: ৯৭টি
মন্তব্য করেছি: ৩২০টি
মন্তব্য পেয়েছি: ৫৬৫টি
১৭ ই জুন, ২০১৭ রাত ২:০৪
মন থেকে বলি বলেছেন: ঠিক কি বোঝাতে চাইলেন বুঝতে পারিনি।
তবে ৭ বছর আগে আইডি খুললেও লেখার নেশাটা ইদানিং হয়েছে।
পরিসংখ্যান দিয়ে কি বোঝালেন?
৭| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৫
মোর পড়ল যখন ডাক বলেছেন: ভাইয়ুউউউউউউ!!!!!!
হায় হায় হায়!!!!!!!
ইহা কি লিখিয়াছো!!!!!!!!!!!!!!!
তোমাকে পিত্তি দিব!!!!!!!!!!!!!!!!
১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৮
মন থেকে বলি বলেছেন: হায়,লেখার নেশার জন্য পিট্টি খেতে হবে। আমি গেলুম গো।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০১৭ রাত ২:৫৯
সচেতনহ্যাপী বলেছেন: যত যাই হোক, লেখার পাঠক আর আলোচনা না পেলে, যে কোন লেখকই তার আগ্রহ হারাতে বাধ্য।। যদিও লেখাটা মনের তাড়নায় কিন্তু প্রকাশের পর পাঠকের ভাল লাগার উপরই স্বার্থকতা।।