নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক কিছু লিখতে চেয়েছিল। কিন্তু লেখাগুলো খুঁজে পায়নি। অনেক কিছু বলতে চেয়েছিল। কিন্তু সেগুলো শোনারও সময় কারও ছিল না

মন থেকে বলি

Stay Hungry. Stay Foolish.

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ বৃষ্টিস্নান

১৩ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩০




মেঘলামেদুর বিকেল বেলায়, বৃষ্টি ঘনায় শেষে,
হাজার জনের মাঝে মেয়ে থমকে রিক্ত বেশে।
টুপটুপিয়ে বৃষ্টি শুরু, ঝমঝমিয়ে বাড়ে
বজ্রপাতের তীব্র নিনাদ, আকাশ ভেঙ্গে পড়ে।

একলা হাঁটা সেই মেয়েটি থমকে গেছে হঠাৎ
বাতাস জোরে ডাল ভেঙ্গেছে, শব্দ ওঠে 'মড়াৎ'।
দমকা হাওয়ায় উলটে গেল পলকা ছাতাখানি,
এই মেয়েটা, একটু দাঁড়াও, ভিজবে কেন শুনি?

তোমার পরা লাল শাড়িটার উড়ছে আঁচল হাওয়ায়,
কৃষ্ণকালো মেঘের দলায় আকাশ আঁধার ঘনায়।
লাল শাড়িতে ভেজা তুমি, মিষ্টি মেয়ে দাঁড়াও
এই যে দেখ পাশেই আমি, হাতটা শুধু বাড়াও।

দাও ছুঁড়ে দাও ছাতা ফেলে, ভিজুক সারা দেহ।
তোমার পাশে শুধুই আমি; থাকবে না আর কেহ।
এসো করি বৃষ্টিস্নান আজকে দু'জন মিলে,
মিষ্টি মেয়ের তোমার সাথে দুষ্টু আমি ছেলে।

আজ বিকেলের বর্ষাটা হোক শুধুই তোমার আমার
ভিজব আমি, ভিজবে তুমি, আর কিছু নেই চাওয়ার।


#কাব্যতাড়না

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৫

বিজন রয় বলেছেন: রিমঝিম রিমঝিম.... ঝরঝর কবিতা।
++++

১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

মন থেকে বলি বলেছেন: দারুন বলেছেন - ঝরঝর কবিতা। আসলেই ঝরে পড়ল

২| ১৩ ই জুন, ২০১৭ বিকাল ৪:০০

কানিজ রিনা বলেছেন: চোখ ঝলসে বজ্র মেঘে বৃষ্টি নামে
ছাতার উপর মাথার উপর।
বৃষ্টি নামে হাওয়া তালে, কাক
উড়ে যায় গাছের ডালে টিনের
চালে, ভেন্টিলেটের খুপড়ি ভিতর।

১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

মন থেকে বলি বলেছেন: চমৎকার ক'টা লাইন লিখে ফেললেন। অনেক ভাল লাগল

৩| ১৩ ই জুন, ২০১৭ বিকাল ৪:০০

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা । +++
উপরের কমেন্টটা মুছে দিয়েন। ধন্যবাদ।

১৩ ই জুন, ২০১৭ রাত ৮:০০

মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ উৎসাহ দেবার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.