নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry. Stay Foolish.
আমি জানতুম Victoria's Secret এক ধরনের 'জিনিস'ই বিক্রি করে। এবার জানলুম পারফিউমও বেচে।
ব্যাংককে গিয়েছি। বউ হিঁচড়ে নিয়ে গেল শপিং মলে। ব্যাংকক আর শপিংমল আমার কাছে সমার্থক হয়ে গিয়েছে। এরকমই একটার পর একটা মল দেখে বেড়াচ্ছি আর ভাবছি - দোকানের যদি ঘুরবো, তাহলে এত টাকার টিকিট কেটে আসার কি দরকার ছিল? আমাদের স্বপ্ন কি দেশিদশ এ সমস্যা কি?
কিন্তু সব প্রশ্নের উত্তর জানলে তো আমি কুইজ মাস্টার হতুম। আর নারীর 'সদিচ্ছা' জানতে গিয়ে তো বিধাতাও সময়ে সময়ে ভিড়মি খান। আমি তো কোন ছার।
তো এভাবেই প্যারাগন মলে ঘোরার সময় 'Buy 3 Get 1 FREE' - এই অফার দেখে 'একজনের' হ্যাঁচকা টানে ঢুকে গেলুম। আমি ভাবলুম, তিনটে 'ওই' জিনিস কিনলে বুঝি একটা ফ্রি দেবে। বউ এর কানে কানে বললুমঃ "যেটা ফ্রি দেবে, সেটা দিয়ে আমার একটা জাঙ্গিয়া কিনতে মন চায়।"
বউ দাঁত কিড়মিড়িয়ে বলে উঠলঃ
"কি গাধার সাথেই না সংসার করি! আরে, এইটা কি Victor's Secret যে ছেলেদের ল্যাঙট পাওয়া যাবে? চাদ্দিকে তাকাও না। আর আমি কিনবো পারফিউম।"
চুপসে গেলুম। কিন্তু 'বউ-আদেশ' স্মরণ করে চারদিকে দেখতে লাগলুম। ভেতরে বিশাল স্ক্রিনে 'বিশেষ' প্রদর্শনী চলছে। আমি হা করে দেখছি। আহা....!! নাহ...স্বীকার করতেই হবে যে এরকম শপিং করার মজাই আলাদা।
এরমধ্যে বাগড়া! ডাক এসে গেল। "জলদি আয় রে! কোথায় গেলি?" বউ আবার আদর করে মাঝে মাঝে তুই ডাকে। বছর বিশেক আগে তাইই ডাকত অবশ্য। আমি এগিয়ে গেলুম। কি কাজ? না...পারফিউম সিলেক্টে সাহায্য করতে হবে। ওই 3+1 পারফিউম বেছে নিতে হবে অন্তত ১২ ধরনের ফ্লেভার থেকে। তা নে না বাবা। কে মানা করেছে? কেন যে ব্যাটারা এত্তগুলো স্যাম্পল বানায়।
কিন্তু না, আমাকেই হতে হবে গন্ধবিশারদ। তা-ও না হয় মানলুম, কিন্তু সেই সেন্ট স্প্রে হতে থাকল আমারই হাতে। প্রথমে বাম হাতে, তারপর ডান। দুই হাতেও ১২ ধরনের ফ্লেভার কাভার না করায় দুবার শার্টেও মারা হলো। নিজের হাত থাকতে আমার দেহ কেন ব্যবহৃত হবে অথবা পারফিউম টেস্টার কেন নিলেন না, সেই প্রশ্ন করার দুঃশাহস আমি তো ছার, চেঙিস খানেরও হতো না। তাই আবার জায়ান্ট স্ক্রিনে মন দিলাম। Victoria's Secret দেখে মন শান্ত করি।
এদিকে একটা করে স্প্রে মারে আর জিজ্ঞেস করেঃ গন্ধটা কেমন? সবাই জানে (উনি সবার আগে জানেন) আমি বারো মাস সর্দিওয়ালা লোক। এমনকি টয়লেটেও আমি নির্বিকার...। কিন্তু সব জেনেও যখন মতামত চাইছে, আমিও র্যান্ডমলি মতামত মেরে দিলুম জয় গুরু বলে।
অবশেষে.....কেনা হলো ৩ টা পারফিউম। সাথে ১টা ফ্রি।
আর আমি.....??
সারা গায়ে Ladies Perfume এর ১২ ধরনের বিচিত্রতম সম্মিলিত সুবাস মেখে গন্ধগকুল হয়ে ঘুরে বেড়াতে লাগলুম বাকিটা সময়।
১২ ই জুন, ২০১৭ রাত ১১:৪৭
মন থেকে বলি বলেছেন: দারুন বললেন ফয়েজ ভাই।
তবে ওইটা কাছে আসার জন্য ছিল না, শিউর।
গন্ধগকুল বানানোই উদ্দেশ্য ছিল।
২| ১৩ ই জুন, ২০১৭ রাত ১:২৩
সচেতনহ্যাপী বলেছেন: অফঃ টঃ ভাবীকি প্রাত্তন ক্লাস মেট ।
গিন্নী আর কন্যা সাথে থাকলে, নিজের অস্তিত্বই খুজে পাওয়া দায় ।।
১৩ ই জুন, ২০১৭ সকাল ৭:৩০
মন থেকে বলি বলেছেন: হুম। প্রাক্তন। কি আর করা।
৩| ১৩ ই জুন, ২০১৭ রাত ৩:০৯
ফেরদৌসা রুহী বলেছেন: পড়ে মজা পেলাম।
তবে লেডিস পারফিউম আপনার গায়ে মাখা ঠিক হয়নি।
১৩ ই জুন, ২০১৭ সকাল ৭:৩০
মন থেকে বলি বলেছেন: ভাই রা, আমি মাখি নি। মাখানো হয়েছে।
৪| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৪০
ধ্রুবক আলো বলেছেন: হা হা হা,ব্যাপক বিনোদন। মজা পেলুম
পিলাচ
১৩ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩২
মন থেকে বলি বলেছেন: মাশরাফি এখনও বিরক্ত দেখছি।
বিনোদিত করতে পেরে ধন্য মনে করছি। ভাল থাকবেন।
৫| ১৩ ই জুন, ২০১৭ রাত ১০:১৩
মনিরা সুলতানা বলেছেন: হিহিহিহি ভাবী রক্স
১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৩৬
মন থেকে বলি বলেছেন: অলওয়েজ শি রক্স। আর আমি খোদাবক্স।
৬| ১৩ ই জুন, ২০১৭ রাত ১১:২৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খানিকটা মজা পেলাম।
১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৩৬
মন থেকে বলি বলেছেন: খানিকটা মজা দিতে পেরে আমি সার্থক।
৭| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:০৮
রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক ভালো তো। এতটাই বা কে করে???
১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৩৭
মন থেকে বলি বলেছেন: কার প্রশংসা করলেন?
মহিলার, না কি গন্ধগকুলের?
৮| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৫৯
রায়হানুল এফ রাজ বলেছেন: মহিলার।
১৪ ই জুন, ২০১৭ সকাল ৯:২৮
মন থেকে বলি বলেছেন: সাব্বাশ!!
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০১৭ রাত ১১:২০
দ্যা ফয়েজ ভাই বলেছেন: হা হা হা,ব্যাপক বিনোদন।কাহিনী আছে রে ভাই,আপনার শার্টে পারফিউম মারে আর নিজের মুখটা কাছে এনে গন্ধ শুকে।আরে ভাই,পাবলিক প্লেসে কি আর সরাসরি কাছে আসা যায়???
একটু নাটক তো করতেই হয়।
হাসানোর জন্য +