নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry. Stay Foolish.
শন্দভূক পদ্যব্যবসায়ী ভীরু বঙ্গজ পুঙ্গব সব
এই মহাকাব্যের কাননে খোঁজে
নতুন বিষ্ময়। (কলমের সাথে আজ
কবির দুর্জয় হাতে নির্ভুল স্টেনগান কথা বলে।)
------ মোঃ মনিরুজ্জামান (শহীদ স্মরনে)
হে মহাজীবন, আর এ কাব্য নয়
এবার কঠিন কঠোর গদ্যে আনো
পদলালিত্য ঝংকার মুছে যাক
গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো
প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা
কবিতা তোমায় দিলেম আজকে ছুটি
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
পূর্নিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
----- সুকান্ত (হে মহাজীবন)
লোলিত পাপের আমূল রসনা ক্রুর অগ্নিতে ঢাক
রক্তের খরতানে
জাগাও পাবক প্রাণ
কন্ঠে কাটাও নিষ্ঠুরতম গান
যাক পুড়ে যাক আপামর পশু
মনুষ্যত্বের ধিক অপমান।
----- হাসান হাফিজুর রহমান (অবাক সূর্যোদয়)
সমতলবাসী আমি পড়েছি ভূগোলে
আগ্নেয়গিরির কথা, লাভা স্রোতে যার
ভেসে যায় জনপদ। সবশেষ হলে
পড়ে থাকে প্রাণহীন নিস্পন্দ ক্রেটার।
----- গোপাল ভৌমিক
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০১৭ রাত ১১:২৫
রাজীব নুর বলেছেন: হুম।