নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক কিছু লিখতে চেয়েছিল। কিন্তু লেখাগুলো খুঁজে পায়নি। অনেক কিছু বলতে চেয়েছিল। কিন্তু সেগুলো শোনারও সময় কারও ছিল না

মন থেকে বলি

Stay Hungry. Stay Foolish.

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

গল্পের প্লট খুঁজছি

১০ ই জুন, ২০১৭ রাত ৩:২৬

লেখালিখি করতে ভাল লাগে আমার। ইদানিং গদ্য লেখার ঝোঁক বেড়েছে। তবে সমস্যায় ফেলেছে 'প্লট'।

ভাল কোন প্লট দিতে পারেন? রম্য, প্রেম, হরর বা সাইফাই - যে কোনটা হলেই চলবে।

হেল্প করবেন, প্লিজ? লেখায় অবশ্যই আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ থাকবে।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৭ রাত ৩:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: আমি সুত্রও দেব না, কৃতজ্ঞতাও চাই না।। আপনার প্লট আপনিই খুজে নিন =p~

১০ ই জুন, ২০১৭ রাত ৩:৫৪

মন থেকে বলি বলেছেন: এহ হে!
হতাশ করে দিলেন তো। প্লট বের করা বড়ই কঠিন। বিষেষ করে মৌলিক প্লট।

যাই হোক। প্লট না দেন, উৎসাহ দেওয়াটা যেন চলমান থাকে - এই আশা তো করতেই পারি।

২| ১০ ই জুন, ২০১৭ রাত ৩:৪৯

সাংবাদিক জুলহাস বলেছেন: একটু ভাবতে দিন।

১০ ই জুন, ২০১৭ রাত ৩:৫৫

মন থেকে বলি বলেছেন: ভাবুন না। আমার তাড়া নেই। অশেষ কৃতজ্ঞ থাকব।

৩| ১০ ই জুন, ২০১৭ রাত ৩:৫৯

সচেতনহ্যাপী বলেছেন: পথের দিকে খেয়াল রাখুন।। খানা-খন্দ থেকেও বাচবেন, প্লটও (হয়তো) পেতে পারেন =p~

১০ ই জুন, ২০১৭ ভোর ৪:০৭

মন থেকে বলি বলেছেন: এভাবেই তো এদ্দিন চালাচ্ছি। এইবার মনে হয় আটকে যাচ্ছি।

৪| ১০ ই জুন, ২০১৭ ভোর ৪:০৯

চাঁদগাজী বলেছেন:


মুক্তিযুদ্ধের উপর চেস্টা করে দেখতে পারেন।

১০ ই জুন, ২০১৭ ভোর ৪:১১

মন থেকে বলি বলেছেন: আইডিয়া দারুন। কিন্তু পড়াশোনা অনেক কম এই ব্যাপারে। আর আমার ইন্টারেস্ট একটু অন্যররকম। আগেই বলেছি
তবে অনেক অনেক ধন্যবাদ আইডিয়া দেবার জন্য।

৫| ১০ ই জুন, ২০১৭ ভোর ৪:০৯

সচেতনহ্যাপী বলেছেন: ফ্লাইওভার ব্যাবহার করুন :-P

১০ ই জুন, ২০১৭ ভোর ৪:১২

মন থেকে বলি বলেছেন: এইত দারুন প্লট। দেখব ট্রাই করে।

৬| ১০ ই জুন, ২০১৭ ভোর ৪:৪২

মানিজার বলেছেন: এক বুড়া থুরথুরা বুড়া হুড়হুড়া তাড়াহুড়া করিয়া হাইটতে যাইতে পথে পথে পড়তে পড়তে থুবড়াই পড়ি গেসিল । পিছনে এক বুড়ি থুড়থুড়ি তুবড়ি ছাড়ি ছাড়ি হেতের দিকে আউগ্যাইতাসিল
হেরপর আপনে জানুইন :#)

১০ ই জুন, ২০১৭ সকাল ৮:৫৩

মন থেকে বলি বলেছেন: এইটা লেখা আমার ক্ষমতার বাইরে।

৭| ১০ ই জুন, ২০১৭ সকাল ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: মানুষের জীবনের প্রতিটা মুহুর্তই এক একটা গল্প, লিখতে জানলে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে গল্পের প্লট খুঁজতে হয় না।

১০ ই জুন, ২০১৭ সকাল ৮:৫৫

মন থেকে বলি বলেছেন: আপনার উপদেশটা অনেক কাজে লাগবে।
তবে কি না, বড় লেখকরাই পারেন যেকোন ঘটনাকে গল্প বানাতে।
আমি তো সামান্য চুনোপুঁটি পর্যায়ে, তাই সাহায্য চাইতেই হয়।

৮| ১০ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: কামাল ভাইয়ের কথায় আমি একমত।
আপনি চারপাশে দৃষ্টি রাখুন। অন্যর লেখা বেশি করে পড়ুন।
অনেক সময় একটি ভাল লেখা পড়লে আরেকটি লেখার প্লট খুজে পাওয়া যায়।

১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৪

মন থেকে বলি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুপরামর্শের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.