নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry. Stay Foolish.
কেক প্রস্তুত, কাটা হবে আরেকটু পরই।করতালির পায়রা উড়বে মুহূর্তেই।
আমরা গাইব সেই চিরায়ত গান -
"হ্যাপি বার্থডে টু ইউ"।
তারপর সেই একই অভিনয়, একই ভঙ্গী।
ক্যামেরার ক্লিক ক্লিক।
ছুরি টুকরো করে ফেলবে মাখনের প্রলেপ।
কেন এই জন্মদিন? এই উদযাপন?
এগিয়ে যাওয়াটাকে মনে করিয়ে দিতে?
অমোঘ নিয়তি নিয়ে ক্ষনিকের ভয়হীনতা?
সবাই জানুক - আমি আছি।
এখন, আজকের দিনটায়। আজ সব আমিময়।
থাকব না কাল হয়তো।
তখন এই ছবিগুলোই আমি হয়ে থাকবে।
একই মুখগুলো তখনও আসবে।
গান গাইবে না। মিলাদ পড়বে।
রোস্ট খাবে না হয়ত। জিলিপি খাবে।
সেন্ট মাখবে না, আতরের সুবাস সময়কে স্তব্ধ করবে কিছুসময়।
সেদিনও ছবি তোলা হবে। স্মৃতিচারনও হবে।
শুধু কেকটাই কাটা হবে না।
হ্যাপি বার্থডে গানটাও গাওয়া হবে না।
থাকবে কেবল একটা ছবি, মালা পরানো।
আর একগোছা ধুপকাঠির ধোঁয়া।
#কাব্যতাড়না
২০ শে মে, ২০১৭ সকাল ১০:৫২
মন থেকে বলি বলেছেন: গতরাতে এক জন্মদিন অনুষ্ঠানে বসে লেখা।
হঠাৎ মনে ভাবনাটা এলো।
আপনাকে অনেক ধন্যবাদ
২| ২০ শে মে, ২০১৭ সকাল ৮:৩৬
শাহিন-৯৯ বলেছেন: থাকবে কেবল একটা ছবি, মালা পরানো।
আর একগোছা ধুপকাঠির ধোঁয়া। যদি মুসলিম হয়ে থাকেন তাও থাকবে না।
২০ শে মে, ২০১৭ সকাল ১০:৫৩
মন থেকে বলি বলেছেন: আমি মুসলিমই।
কথাটা সার্বজনীন করে নিন। ধুপকাঠির স্থলে আগরবাতি।
৩| ২০ শে মে, ২০১৭ সকাল ৯:২০
মোস্তফা সোহেল বলেছেন: এইটাই সত্য একদিন আমি থাকবনা।
২০ শে মে, ২০১৭ সকাল ১০:৫৪
মন থেকে বলি বলেছেন: চিরন্তন সত্য। ঠিকই বপেছেন।
৪| ২০ শে মে, ২০১৭ সকাল ১১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: মৃত্যু সবকিছু পরিবর্তন করে দিবে ।
২১ শে মে, ২০১৭ রাত ১১:১৯
মন থেকে বলি বলেছেন: চিরন্তন সত্য
৫| ২০ শে মে, ২০১৭ সকাল ১১:৫২
তারেক ফাহিম বলেছেন: আমার বাবার পরে আমি আসব এটাই স্বাভাবিক, কিন্তু কে আগে যাবে, তা বলা যায় না। দুনিয়াতে আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোন সিরিয়ালে নেই। সকাল সকাল ভাল একটি কবিতা পড়ে মুগ্ধ হলাম। শুভ কামনা রহিল।
২১ শে মে, ২০১৭ রাত ১১:২০
মন থেকে বলি বলেছেন: খুউব সুন্দর করে লিখলেন। দারুন উৎসাহ পেলাম আপনার মন্তব্য পড়ে। ভাল থাকবেন।
৬| ২০ শে মে, ২০১৭ দুপুর ১২:০২
ধ্রুবক আলো বলেছেন: এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী।
কবিতা খুব সুন্দর হয়েছে +
২১ শে মে, ২০১৭ রাত ১১:২১
মন থেকে বলি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০১৭ সকাল ৮:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা সকাল সকাল মনটাকে ভালো করে গেল।
সবার মনে মৃত্যুদিন স্মরণ করুক।
শেষদিনটা কেমন হবে সেটা যেনো ভাবতে পারি মাঝেমাঝে। দোআ করবেন।
শুভকামনা রইল।