নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry. Stay Foolish.
নির্জন দুপুর।
জানালার পাশে বসে বই পড়ছি।
কি একটা পাখি চিড়িক চিড়িক করে ডাকছে।
দূর থেকে ভেসে আসছে দূরাগত কোন গাড়ির হর্নের শব্দ।
আর বাকি সব নিশ্চুপ, অদ্ভুত রকমের চুপচাপ।
বাইরের তীব্র রোদের দিকে তাকালে চোখ ঝলসে যাচ্ছে। কিন্তু তাও তাকাচ্ছি মাঝে মাখে।
বাইরে একটা কৃষ্ণচুড়া গাছ। আগুন লেগেছে তার ডালে যেন।
পাশেই ছাদ।
একটা বেগুনী শাড়ী আর দুটো পালাজ্জো কে যেন ঝুলিয়ে দিয়ে গেছে তারে। একটা বিছানার চাদরও।
রোদের তাপে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে ওগুলো।
একটা কাক হঠাৎ ডেকে উঠল। কা...কা...
ওই পাখিটা একটু থেমেছিল। এখন আবার ডাকছে।
গুড় গুড় শব্দের একটা প্লেন উড়ে যাচ্ছে মেঘের সীমানা পেরিয়ে।
আমি সেটাও শুনছি।
জানলার পাশে আমার লাল চেয়ার।
জানলার পাশে আমার পড়ার টেবিল।
এখানে আমি বসি, পড়ি। কখনও গিটার বাজাই।
আমার এই জানলা দিয়ে অনেকটা আকাশ দেখা যায়।
সাদা মেঘ, নীল মেঘ, ধুসর মেঘ।
কি অসাধারণ মৌন একটা দুপুর।
অমলের দৈ ওয়ালা এরকম দুপুরেই বুঝি আসে।
এরকম দুপুরেই একদম একা হয়ে যেতে হয়।
এরকম দুপুরেই একদিন সব ছেড়ে নেই হয়ে মিশে যাব মেঘ আর বাতাসে।
তারপর...
হয়ত কোন হিম হিম সন্ধ্যায় বৃষ্টির ফোঁটায় ঝরে পড়তেও পারি, যদি কেউ ডাকে।
#মৌনতাড়না
০৫ ই মে, ২০১৭ রাত ১১:৩১
মন থেকে বলি বলেছেন: আপনার মন্তব্য আমাকে উৎসাহ দেয়। সতরাং থামবেন না।
আর আমি মোটেও দার্শনিক নই। হঠাৎ মনে হলো আজ, লিখে ফেললাম।
২| ০৫ ই মে, ২০১৭ রাত ১১:৩৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হয়তো আপনি সত্য বলেছেন কিন্তু সময়কে শব্দে স্তব্ধ করা মুখের কথা নয়।
আপনার কবিতা পড়ে আমিও তা দেখেছিলা যা আপনি দেখে দেখে লিখেছিলেন।
একটা কবিতা পড়ে যতটুকু সময় কাটে তা সুখের হলে কবির কষ্ট সার্থক হয়।
আপনার কষ্ট সার্থক হয়েছে।
০৫ ই মে, ২০১৭ রাত ১১:৪৯
মন থেকে বলি বলেছেন: সময়কে শব্দে স্তব্ধ করা - দারুন বললেন তো।
৩| ০৫ ই মে, ২০১৭ রাত ১১:৫৪
নীল-দর্পণ বলেছেন: মাঝে মাঝে এরকম দুপুর খুব ভাল লাগে। ভাল লাগল আপনার লেখাটিও
০৬ ই মে, ২০১৭ রাত ১২:৩৭
মন থেকে বলি বলেছেন: আজ হঠাৎ দুপুরটাকে অন্যভাবে আবিষ্কার করলাম।
আপনার চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৪| ০৬ ই মে, ২০১৭ রাত ১২:৩৮
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লেখনি +
০৬ ই মে, ২০১৭ রাত ১২:৫৩
মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ০৬ ই মে, ২০১৭ রাত ১:৩৬
নাগরিক কবি বলেছেন: আমার কাছে মোটামুটি লেগেছে। তবে ওভারওল কিন্তু সুন্দর।
০৬ ই মে, ২০১৭ সকাল ৮:১১
মন থেকে বলি বলেছেন: কিছুটা ভাললাগাই আমার কাছে অনেক কিছু।
আরও ভাল লেখার অনুপ্রেরণা।
অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৫ ই মে, ২০১৭ রাত ১১:২৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওরে বাবা!
আপনিতো ভাই, দার্শনিক মানুষ।
পাখিটা কি টুনটুনি ছিল?
আপনার কবিতা পড়ে মনটা ভালো হয়েছি। এর আগে খারাপ ছিল। একজন বলেছেন আমি নাকি মন্তব্য ফেরি করি। আপনাকে বিরক্ত করে থাকলে ক্ষমা করবেন।