নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry. Stay Foolish.
আলো ও আঁধার,
পাশাপাশি। যেমন তুমি আর আমি।
আমি বিছিয়ে দেই আঁধার চাদর
তুমি ছড়াও জীবনের আলোকছটা
আলোকিত কর চারপাশ। শুধু অন্ধকার
রয়ে যায় প্রদীপের পদতলে।
এইতো জীবন - তোমার ও আমার
একসাথে বয়ে যায়।
শুধু কেউ আলোকিত করে নিজেকে জ্বালিয়ে
আর কেউ আলোকিত হয়।
আলোকচিত্রিঃ আমি
যন্ত্রঃ গ্যালাক্সি এজ ৬ প্লাস
০২ রা মে, ২০১৭ রাত ১:২৬
মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ০১ লা মে, ২০১৭ রাত ১০:৩২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সুন্দর ভাব প্রকাশ।
(যতি ছেদে সমস্যা আছে।)
০২ রা মে, ২০১৭ রাত ১:২৭
মন থেকে বলি বলেছেন: আমারও তাই মনে হচ্ছে। পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকব।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৩| ০১ লা মে, ২০১৭ রাত ১০:৫০
মিস্টার আহমেদ বলেছেন: আর কেউ পড়ে রয় আঁধারে।
০২ রা মে, ২০১৭ রাত ১:২৭
মন থেকে বলি বলেছেন: সেটাই
৪| ০১ লা মে, ২০১৭ রাত ১০:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা
০২ রা মে, ২০১৭ রাত ১:২৭
মন থেকে বলি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৫| ০১ লা মে, ২০১৭ রাত ১০:৫৪
মানুষ বলেছেন: ছবি ভাল হলেও কবিতা ভাল লাগেনি।
০২ রা মে, ২০১৭ রাত ১:২৮
মন থেকে বলি বলেছেন: ছবিটা অনেক যত্ন নিয়ে তোলা। কবিতাটা হঠাৎ লেখা।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৬| ০১ লা মে, ২০১৭ রাত ১১:০২
কথাকথিকেথিকথন বলেছেন: ছবিটা বেশি চমৎকার । কবিতাও ভাল লেগেছে ।
০২ রা মে, ২০১৭ রাত ১:২৯
মন থেকে বলি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৭| ০১ লা মে, ২০১৭ রাত ১১:১৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা ভাল লেগেছে।
০২ রা মে, ২০১৭ রাত ১:২৯
মন থেকে বলি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৮| ০২ রা মে, ২০১৭ রাত ১২:৫৫
ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লাগলো। সুন্দর
০২ রা মে, ২০১৭ রাত ১:২৯
মন থেকে বলি বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৯| ০২ রা মে, ২০১৭ রাত ১:৫৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আলো ও আঁধার, পাশাপাশি,
যেমন তুমি আর আমি।
আমি বিছিয়ে দেই আঁধার চাদর,
তুমি ছড়াও জীবনের আলোকছটা,
আলোকিত কর চারপাশ।
শুধু অন্ধকার রয়ে যায় প্রদীপের পদতলে।
এইতো জীবন -
তোমার ও আমার একসাথে বয়ে যায়।
শুধু কেউ আলোকিত করে নিজেকে জ্বালিয়ে
আর কেউ আলোকিত হয়।
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০১৭ রাত ১০:৩১
sunny09 বলেছেন: ছবিটা সুন্দর