নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry. Stay Foolish.
(লিখেছিলাম ঠিক ২০ বছর আগে। নাম দেয়া হয়নি তখন। কি নাম দেয়া যায়, ভাবছি।)
----------------------------------------
তৃষ্ণা ছিল এ বুক জুড়ে।
তাই আকন্ঠ করেছি পান।
প্রেমের পেয়ালা থেকে ঝরিয়েছি কামনার মদিরা।
লিলুয়া বাতাসে উড়ে এলো শুধু
তোমায় নিয়ে লেখা গান।
অস্থির হলেম;
অকারণ বিষন্নতা মন জুড়ে।
আঁধারের অদ্ভুত বিন্যাস ছড়াল বিশালতা,
তাই তোমাকে নিয়েই ভেবে গেলাম।
মগ্ন কান্না আর উদাসী ভাবুকতা -
সব একাকার হলো।
তুমি নেই বলে পার্থিবতা হারালো আবেদন।
পান্ডুলিপি খুলে বসি তাই,
কল্পনার পাখা মেলা আর উন্মনা আয়োজন।
আজ সারাটা দিন জুড়ে শুধু
তোমাকেই খুঁজে গেলাম মেঘের আল্পনায়।
পাওয়া আর না পাওয়ার গোলমেলে হিসেবটা
না হয় পড়েই থাকুক।
লেখা থেমে যায়। কলম শুষে নেয় সব রঙ।
চোখ দুটো বুঁজে আসে।
তোমায় নিয়ে আমার স্বপ্ন দেখার খেলা -
প্রতিদিন। প্রতিক্ষন।।
.
.
#কাব্যতাড়না
২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৩
মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ।
তখন আমার প্রেমের উথাল পাথাল অবস্থা চলছিল।
২| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩২
চাঁদগাজী বলেছেন:
আজ থেকে ২০ বছর পরে, কোন একটা নাম দেয়ার চেস্টা করবেন; এখন তাড়াহুড়ো করার দরকার নেই।
২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪২
মন থেকে বলি বলেছেন: দুর্দান্ত
৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: একজন মুরব্বী কবির একটি কবিতার বই দেখেছিলাম। বইটি নাম ছিলটি এমন অনেক দেরিতে। তার কারণ হলোঃ কবি ১৯৫০ সালে তার কবিতা প্রকাশ করতে চেয়েছিলেন কিন্তু তা বিশেষ কোন কারণে প্রকাশিত হয়নি। পরে ১৯৭০ কি ১৯৭৫ সালে প্রকাশ পায় কবিতার বইটি।
অাপনিও ...
২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৪
মন থেকে বলি বলেছেন: যা বলেছেন....হাসতে হাসতে শেষ
৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসা কেবল ঝরছে
ভালো লাগলো আপনার বিশ বছর আগে লেখা ভালোবাসার বার্তা পড়ে।
শুভকামনা রইল
২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৯
মন থেকে বলি বলেছেন: ওপরের ছবিটা যার, তাকে নিয়ে লিখেছিলাম।
অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিশ বছর আগের লেখা!
বাব্বারে! আপনিতো অনেক ঝানু লেখক!