নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry. Stay Foolish.
হঠাৎ সেদিন ঝিম-দুপুরে
জানলা দিয়ে বাইরে দেখি,
আমলকির ওই নতুন ডালে
অবাক চোখে তাকিয়ে থাকি।
ছোট্ট একটা হলদে পাখি
করছে আকুল ডাকাডাকি,
ভাবছি বসে দিতাম যদি
ব্যস্ততাকে আজকে ফাঁকি।
হলদে পাখি, হলদে পাখি
কেন তুমি এমন ধারা?
ব্যস্ত দুপুর হচ্ছে দেখ
পরশ মাখা ভাবনাহারা।
ব্যস্ততা আর যান্ত্রিকতায়
হারাচ্ছে আজ ভালবাসা,
মনের গোপন কথাগুলোর
হাজার খুঁজেও পাইনা দেখা।
ইচ্ছে করে মুক্ত হতে
আবার হতে বল্গাহারা,
হলদে পাখির মতন করে
এক্কেবারে চিন্তা ছাড়া।
দেখব না আর যান্ত্রিকতার
ব্যাদন করা চোয়ালটাকে,
ঝিম-দুপুরে দেখব শুধু
ভাবুক আমার বুলবুলিকে।
ওটার সাথে ভাব জমাবো
শুঁকবো আবার মুক্ত হাওয়া
আবার আমি ফিরে পাবো
স্বাধীনতার মিষ্টি ছোঁয়া।
#কাব্যতাড়না
২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩০
মন থেকে বলি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২১
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো
২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩২
মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো পড়ে।
হয়ে যান মুক্ত উম্মুক্ত আকাশে উঁড়ে বেড়ান ভালোবাসার রঙ মেখে।
শুভকামনা রইল।