নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক কিছু লিখতে চেয়েছিল। কিন্তু লেখাগুলো খুঁজে পায়নি। অনেক কিছু বলতে চেয়েছিল। কিন্তু সেগুলো শোনারও সময় কারও ছিল না

মন থেকে বলি

Stay Hungry. Stay Foolish.

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

কোন এক দিন

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৫




কোন এক দিন
---------------

কোন একদিন আসবেই;
যেদিন অফিসপাড়ায় ফুলের প্যারেড হবে। হরেক রঙের।
ঘরফেরতা মানুষগুলো বাসে না ঝুলে লিমুজিনে উঠবে।
আকাশের মেঘগুলো রঙ বদলে সবুজ হবে।
আর ঝরাবে সুগন্ধি লেবুফুল।

কোন একদিন আসবেই;
যেদিন বর্ষনে রাস্তায় কাদার বদলে আইস্ক্রিম জমবে।
হিম হিম ঠান্ডায় আমরা ভ্যানিলা কিংবা বাটারস্কচ বেছে নেব। হ্যাজেলনাটও হতে পারে।
রিকশাওয়ালারা সাজবে মজাদার ক্লাউনের মত করে।

কোন একদিন আসবেই;
যেদিন আগোরা বা স্বপ্ন বলে কিচ্ছু থাকবে না। মানিব্যাগও না।
শুধু কষ্ট করে ফ্রিজটা খুললেই হবে।
থরে থরে সাজানো থাকবে সবকিছু
বের করে নেওয়ার অপেক্ষায়।

কোন একদিন আসবেই;
যেদিন তোমার ধমকে রাষ্ট্রীয় সফর বাতিল হবে প্রধানমন্ত্রীর।
অঙুলিহেলনে থেমে যাবে ওয়ার্ডকাপ ফাইনাল।
বিজয়ী ঘোষিত হবে দু'দলই - তুমি বললেই।
তুমি চাইলেই ট্রাম্প কিংবা পুতিন গাইবে ভাটিয়ালি গান।

কোন একদিন আসবেই;
যেদিন কবিরা রমনা পার্কে ফুটবল খেলবে।
পলিটিশিয়ানরা বাঁধবে নিজেদের অপকীর্তির গান।
ক্রিকেটাররা ছবি আঁকবে মানিকমিয়া এভিন্যুতে।
আর চাকুরেরা ঘুমোবে বেলা ১টা পর্যন্ত,
অফিস-টফিস কিচ্ছু থাকবে না বলে।

কোন একদিন আসবেই;
যেদিন তুমি হাসলে এফ-১৬ থেকে রক্তগোলাপ ফেলা হবে।
তুমি কাঁদলে বন্ধ হয়ে যাবে সব উপগ্রহ। রাস্তায় নামবে জলপাই ট্যাংক।
কষ্ট পেলে নিষ্ক্রিয় হয়ে যাবে সব এটম বম্ব।

কোন একদিন আসবেই,
যেদিন তুমি ক্ষমা করবে আমায়।
এত্তগুলো ভুল - সব ছুঁড়ে ফেলে হাত বাড়াবে।
আমাকে আবার ভালবাসবে,
একদম ঠিক আগের মত।
একদম ঠিক প্রথম প্রেমের মত।

আমি সেইদিনের অপেক্ষায় আছি।
দু'হাত প্রসারিত করে,
তোমার পানে।

#কাব্যতাড়না

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি সেইদিনের অপেক্ষায় আছি।
দু'হাত প্রসারিত করে,
তোমার পানে।


আমিও অপেক্ষায় থাকলাম ঐ দিনটা দেখতাম

খুব সুন্দর

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০২

মন থেকে বলি বলেছেন: আসবেই....সে দিন। আমি জানি

২| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৬

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর লিখেছেন। আনন্দময় দিন গুলো বারে বারে ফিরে আসুক।

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩২

মন থেকে বলি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আপনার জন্য শুভকামনা

৩| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১০

নাহিদ হাকিম বলেছেন: কোন একদিন আসবেই;
যেদিন তুমি হাসলে এফ-১৬ থেকে রক্তগোলাপ ফেলা হবে।
তুমি কাঁদলে বন্ধ হয়ে যাবে সব উপগ্রহ। রাস্তায় নামবে জলপাই ট্যাংক।
কষ্ট পেলে নিষ্ক্রিয় হয়ে যাবে সব এটম বম্ব।


দু’বার পড়লাম

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩১

মন থেকে বলি বলেছেন: কেমন লাগল, বললেন না তো।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ছবিতে এক নারীক খুন করা হয়েছে।

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩০

মন থেকে বলি বলেছেন: ছবি বদলে দিলাম

৫| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এই মন্তব্য এবং উপরের মন্তব্য মুছলে খুশি হব।

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৬

মন থেকে বলি বলেছেন: থাকুক না। সমস্যা নেই।
আমারই ভুল। মনে থাকবে।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: চমৎকার লিখেছেন!! পোস্টে প্লাস।

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৪

মন থেকে বলি বলেছেন: অনেক খুশি হলাম। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.