নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক কিছু লিখতে চেয়েছিল। কিন্তু লেখাগুলো খুঁজে পায়নি। অনেক কিছু বলতে চেয়েছিল। কিন্তু সেগুলো শোনারও সময় কারও ছিল না

মন থেকে বলি

Stay Hungry. Stay Foolish.

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

তুই যে এত্ত অভিমানী

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৮

তুই যে এত্ত অভিমানী
বোঝাই যায় না।

গলার স্বর - না হয় একটু বদলে গেলই।
তুই অবাক চোখে তাকাস কেন?
এই যে ডাকি - না হয় একটু জোরেই হলো।
আমি তো রেগে থাকতেই পারি। পারি না?

তুই-ই বুঝিস না।
কেবল জলের ঝিলিক দেখাস দু'চোখ জুড়ে।
মনটা করিস মেঘমেদুর।
আমি বুঝতে পারি।

এত্ত অবুঝ হয় মানুষ? তোর মত..!

কতটা আগলে রাখি।
বন্ধু থেকে, অফিস থেকে।
বাইরের পুরো পৃথিবীটা থেকে।
তোকে শান্ত রাখি এই আমি।

তবুও তুই আমার পরেই মন বোঝাই করিস!
অভিমান আর দুঃখ দিয়ে।
জলভরা চোখে তাকালেই মন আমার কেমন করে।
ভুমিকম্প হয়। আমিও যে ডুবে যাই নোনা জলে।
কষ্ট হয়, কান্না পায়।

তুই অভিমান করলে ভাল লাগে না কিচ্ছু।
তুই....
না থাক। বলব না।
কিছু কথা না বলাই থাক।
কিছু কথা শুন্যে ভেসে যাক।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৭

ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে

২| ০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৭

মন থেকে বলি বলেছেন: আপনি সবসময় উৎসাহ দিয়ে যাচ্ছেন। অনেক ধন্যবাদ।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১০

ফুলকাম বাদশাহ বলেছেন: কিছু কথা না হয়ে না বলাই থাক

০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৮

মন থেকে বলি বলেছেন: B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.