নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক কিছু লিখতে চেয়েছিল। কিন্তু লেখাগুলো খুঁজে পায়নি। অনেক কিছু বলতে চেয়েছিল। কিন্তু সেগুলো শোনারও সময় কারও ছিল না

মন থেকে বলি

Stay Hungry. Stay Foolish.

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

তোমাকে নিয়ে আমি

৩১ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩২

তোমাকে নিয়ে আমি
---------------------


হাসনাহেনার সৌরভ তোমার সারা অবয়বে মাখানো।
সকালের প্রথম সূর্যের আলোয় পাই তোমার ছোঁয়া।
নারকেল গাছের ছায়ায় ঢাকা বেলাভূমিতে বসে -
তবুও প্রতিটি স্পন্দন ব্যাকুল হয় তোমার কামনায়।

জানালার ফ্রেমে বাঁধানো পূর্ণিমা চাঁদ -
হাসিতে উদ্ভাসিত তোমার মায়াবী মুখ, যেন
নরম আলোয় আমায় চুম্বন করছে।

নিঃসঙ্গ আমি আজ, একা - বড় একা। তাই,
ভাবনারা বল্গাহারা হলো তোমাকে ভেবে।

---------------------------------------------

এটাকে কোনভাবেই কবিতা বলা যায় কি না, জানিনা। কিন্তু এর সাথে আমার জীবনের বিশাল একটা আবেগ জড়িয়ে আছে।

'৯৭'র ফেব্রুয়ারির কোন এক রাতে এটা লেখা হয়েছিল। ১৯ বছরেরও বেশি আগে। কেন লিখেছিলাম, তা নাই বা বলি। এত ইতিহাস শোনার আগ্রহ বা ধৈর্য্য কারোরই হবে না জানি।

তবে...এই লাইনগুলোর (কবিতা বলার সাহস হচ্ছে না) মধ্যে একটা টুইস্ট আছে। মনে হয় না, সেটা কেউ বুঝতে বা বের করতে পারবে। সেটা শুধু পৃথিবীতে দুইজন মানুষই জানে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৪

ধ্রুবক আলো বলেছেন: না কবিতাই হয়েছে, এবং ভালো হয়েছে, +
এর ইতিহাসটা শেয়ার করবেন একদিন

০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৩

মন থেকে বলি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ইতিহাসটা তেমন কিছু নয়। আপনি প্রতিটা লাইনের প্রথম অক্ষর সাজালে একটা নাম পাবেন।
ঘটনাক্রমে তিনি আমার সহধর্মিনী।
এই আর কি।

২| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৩

কানিজ রিনা বলেছেন: সেটা শুধু পৃথিবীর দুজনই জানে, বেশ ভাল লাগল। ধন্য়বাদ

০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৩

মন থেকে বলি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ইতিহাসটা তেমন কিছু নয়। আপনি প্রতিটা লাইনের প্রথম অক্ষর সাজালে একটা নাম পাবেন।
ঘটনাক্রমে তিনি আমার সহধর্মিনী।
এই আর কি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.