নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক কিছু লিখতে চেয়েছিল। কিন্তু লেখাগুলো খুঁজে পায়নি। অনেক কিছু বলতে চেয়েছিল। কিন্তু সেগুলো শোনারও সময় কারও ছিল না

মন থেকে বলি

Stay Hungry. Stay Foolish.

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

বেডরুম

১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০০

হর্ণ দিয়েই যাচ্ছি। সরে না।

রাস্তার ঠিক মাঝখান দিয়ে হাঁটছেন। দুটো হাতই ব্যস্ত। ডানহাত কানে ফোন ধরে রেখেছে। ঠোঁট নড়ে যাচ্ছে অবিরাম। আর বাম হাত আয়েশ করে লুঙির ওপর দিয়ে পাছা চুলকাচ্ছে। যেন নিজের বেডরুম। ঘুমোবার জন্য দরজা থেকে বিছানা পর্যন্ত হেঁটে যাচ্ছে। কেউ দেখার নেই...। তাই কোনকিছু কেয়ার করারও নেই।

ট্রেন আসছে। তারস্বরে হুইসেল মারছে ড্রাইভার ব্যাটা অন্তত একমাইল দূর থেকে। সর...সরে যা।

লাইনের ওপর দিয়ে ব্যালান্স করতে করতে তিনি হাঁটছেন। এক কানে ফোন। আরেক কানে মনে হয় খোল। শব্দ ঢোকার কোন পথই রাখেনি। সমস্যা কি? এ তো বেডরুম। কি নিশ্চিন্ত..!

পুরো রাজপথ, রেলপথ বেডরুম করে ফেলেছি।
এখন আকাশপথটাই বাকি।

মোরালঃ

(পুরোনো)
একবার ঘর ছেড়ে বেরিয়ে পড়, পুরো পৃথিবীটাই তোমার ঘর হয়ে যাবে।

(বর্তমান)
একবার ঢাকার রাস্তায় নেমে পড়, পুরো রাস্তাটাই তোমার বেডরুম হয়ে যাবে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: হাহা.. মজা পেয়েছি =p~

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৩

মন থেকে বলি বলেছেন: এই মজা আমি নিয়মিতই পাই।

২| ১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:


সেলফোন বাংগালী জাতিকে পাঠানদের সমান স্বাধীনতা দিয়েছে।

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫২

মন থেকে বলি বলেছেন: অতিমাত্রায় সহমত। পাঠান....জুৎসই বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.