নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry. Stay Foolish.
জাকার্তায় যাচ্ছি।
বেড়ানোর জন্য না। নিছকই অফিসের কাজে - ট্রেনিং। সবমিলিয়ে পাঁচ দিনের ট্যুর। কিন্তু আমার কাছে মনে হচ্ছে পাঁচ মাস। এত্তগুলো দিন ওর কাছ থেকে দূরে থাকব।ম...!
অবাক হওয়ার মতোই। কিন্তু অস্বাভাবিক হয়ত না। নিভাকে ছেড়ে আমি শেষ কবে বাইরে গেছি, মনে করতে পারছি না। একা থাকার অভ্যাসটাই চলে গেছে।
আরও চলে গেছে একা একা কিছু উপভোগ করার ইচ্ছেটা। বিদেশে কোন সুন্দর দৃশ্য দেখলে মনে হয় নিভা থাকলে অনেক বেশি সুন্দর লাগত। কোন শপিংমলে একা যাওয়ার কথা ভাবলেই মনে হয়, যা সবচে মজা পায় শপিং করে, সেই তো নেই। আমি আর কি দেখব? আর একা একা রেস্টুরেন্টে বসে খাওয়ার কথা তো চিন্তাই করতে পারিনা। কি অদ্ভুত অভ্যাসে জড়িয়ে যে গেছি।
ওহ....শুধু 'নিভা নিভাই' করে যাচ্ছি। পরিচয় দেওয়ার কথা ভুলেই গেছি।
নিভা একটা মেয়ে। বেশ মায়াবতী টাইপের মেয়ে। নাহ...হুমায়ুন আহমেদের উপন্যাসের মত নয়। অন্যরকম। ছটফটে, প্রাণবন্ত আর দারুন রূপবতী। এ শুধু আমার বিশ্লেষন নয়, যারা যারা ওকে ৫ মিনিটের জন্যও দেখেছে - সবারই একই মত। এমন একজন মানুষ, যাকে একবার দেখলে ভুলে যাওয়া কঠিন।
নিভা রাঁধে, আবার চুলও বাঁধে। মানে একহাতে যে কতকিছু করে, না দেখলে বিশ্বাস করবেন না। কেউ যদি চরিত্রের 'এক্স ফ্যাক্টর' নামক সেই রহস্যময় ব্যাপারটার অভিজ্ঞতা পেতে চান, আমাকে জানান। আমি নিভার সাথে আপনার পরিচয় করিয়ে দেব। বুঝতে পারবেন, স্রষ্টা সেই 'এক্স ফ্যাক্টর' কি অকৃপণ হাতেই না ঢেলেছেন ওর মধ্যে।
আরে ধুর...! এত কিছু বলে ফেললাম কিন্তু এটাই এখনও বলিনি যে আমি নিভার কি হই। উঁহু...! কথাটা হবে, নিভা আমার কে হয়।
নিভা আমার প্রেম আর প্রেমিকা - দুটোই, যে আমার বাস্তব আর কল্পনার দুটো জগৎকেই অকল্পনীয় ভালবাসায় আবৃত করে রেখেছে।
আপনি যদি আমার পৃথিবী দেখতে চান - চলে আসুন। পরিচয় করিয়ে দেব আমার জীবন্ত পৃথিবীর সাথে। নিভার সাথে।
১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
মন থেকে বলি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
২| ১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
চাঁদগাজী বলেছেন:
ভালোয় ভালো জাকার্তায় পৌঁছান; ওখান থেকে পোস্ট দেবেন, আমরা পড়বো; হয়তো, আমাদেরকে ইন্ষোনেশীয় মেয়েদের নামও শিখতে হবে।
১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
মন থেকে বলি বলেছেন: ভাল বলেছেন। দেখি, কয়টা শিখে আসতে পারি।
৩| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১:৫৪
কানিজ রিনা বলেছেন: ওতাহলে আপনি হুমায়ুন হতে পারেন নাই।
ইন্দোনেশিয়া হা হা হা।
১৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:০৫
মন থেকে বলি বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
তৌহিদ ইসলাম রোবন বলেছেন: কোথায় আসতে হবে? দেখতে ইচ্ছুক যাইহোক,ছবিটা দারুণ ছিলো