নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry. Stay Foolish.
"আপনি কি করেন?"
"আমি স্যার ভাউচার ছাড়ি স্যার।"
উত্তর শুনে হকচকিয়ে গেলাম! সারাজীবন শুনে এসেছি, লোকে ছাড়ে একটা জিনিসই। সাধারনত গুরুপাক খাবার খাওয়ার মিনিট পনের-বিশ পর থেকে। ধরা-ছোঁয়ার বাইরে, কিন্তু অনুভবে আলোড়ন তোলে।
কিন্তু 'ভাউচার ছাড়া'.....!!! কোন অবস্থায় গেলে কেউ ভাউচারের মত কঠিন জিনিস 'ছাড়তে' পারে, জানার আগ্রহ হল।
জিজ্ঞেস করলাম, "ভাউচার ছাড়ি - এই বাক্যটার মানে কি? মানে, কিভাবে ছাড়েন? আর ছাড়ার পরই বা কি করেন?"
"ওই যে স্যার, হিসাব মিলাই। মানে ওই ভাউচার বানাই আর কি। এরপর পোস্টিং দেই। হে হে...বুঝলেন না স্যার।"
----------------------------------------------------
মোরালঃ মানুষ চাইলে কি-ই না ছাড়তে পারে...!
--------------------------------------------------+
এবার 'লাগানো'র গল্প।
বিগ বস তার ম্যানেজারের সাথে কথা বলবেন - ফোনে। তো বস তাঁর পিএস কে ডেকে বললেনঃ "এই, রংপুরের ম্যানেজারকে লাগাও।"
লাগাও....!!!! ম্যানেজারকে লাগাবে...???
পিএস দেখি ভাবলেশহীন মুখে ফোনের নম্বর ডায়াল করতে শুরু করেছেন। পুরাই তব্দা খেয়ে গেলাম। কিন্তু এরপরই কৌতুহলের কাছে হার মেনে ফিস ফিস করে জিজ্ঞেস করলামঃ "ম্যানেজার সাহেবকে কি ফোনেই লাগানো হবে? মানে, পদ্ধতিটা কি? এত দূর থেকে?"
মহা বিরক্ত মুখে পিএস তাকালেন আমার দিকে।
"কি কন? ফাইজলামি করেন? আমি ফোনে ওনারে ধরতেসি। লাগামু মানে?"
হেহ...হেহ...হেহ...!
এক নিমিষে 'ছাড়া' আর 'লাগানো' শিখে ফেললাম।
১২ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৪
মন থেকে বলি বলেছেন: মনে হয় মোরাল ছাড়লাম।
কেমন হলো?
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৩৫
আরণ্যক রাখাল বলেছেন: আপনি এটি কী ছাড়লেন!