নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry. Stay Foolish.
দৃশ্য-১ঃ প্রশ্ন করেছ, কি মরেছো
-----------------------------
পিতা - "আজকে থেকে আমিই তোমাকে পড়াবো। মানসিক প্রস্তুতি নাও।"
পুত্র - (কাতর নয়নে মা'র দিকে চেয়ে) "আম্মু....!"
পিতা - "অনর্থক ডাকাডাকি করে লাভ নেই। এখন এ দ্বায়িত্ব আমার ওপর। (বিকট ধমক দিয়ে) শুরু কর।"
কিছুক্ষন পর। পুত্র পাহাড়পুর বিহার নিয়ে দুইপাতার বর্ণনা পড়ছে। পিতা মোবাইলের আলোয় মশগুল।
পুত্র - "বাবা, 'বিহার' মানে কি?"
পিতা - "ভারতের একটা প্রদেশ।"
পুত্র - "না, না, এই যে, পাহাড়পুর বিহার - এই বিহার।"
পিতা জানেন না। সুতরাং ধরে নিলেন আর কেউই জানে না। আর প্রশ্ন যেহেতু এসেছে, উত্তর অবশ্যই বইয়ে নে। অন্য কোথাও আছে। লে...এবার গুগল চটকা। নেট স্লো.... পিতার রাগ বাড়ছে এবং পুত্র ফুল-পাখি দেখছে।
ধস্তাধস্তি শুনে মাতা এসে বই এর শব্দার্থ থেকে পুত্রকে অর্থ বলে দিয়ে চলে গেলেন। আরও ৫ মিনিট পর পিতা গুগল থেকে কনফার্ম হলেন।
.
.
.
দৃশ্য-২ঃ হাত থাকতে মুখে কেন?
----------------------------
পুত্র - "বাবা, বৌদ্ধ বিহারের কোথায় পুকুর আছে - এই প্রশ্নটার উত্তর একটু খুঁজে দেবে?"
পিতা মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন। একটা হতাশ লুক দিলেন। ধরেই নিয়েছিলেন, প্রজেক্ট শিডিউল ধরে চলছে। মাঝখানে বাধা।
পিতা - "একটা খাতা দে।"
পুত্র খাতা এগিয়ে দিল।
পিতা পুরো পাহাড়পুর বিহার অন-স্কেলে এঁকে ফেললেন। সাথে ভেতরের সমস্ত খুঁটিনাটি। দক্ষিন-পূর্ব কোণে একটা পুকুরও আঁকলেন। বর্ণনায় ছিল। নর্থ ডিরেকশনও দিলেন। ম্যাপে দিতে হয়। নিয়ম। খাতা পুত্রের দিকে এগিয়ে দিলেন। মুখে দিগ্ববিজয়ী হাসি। পুত্র ভ্যাবাচাকা।
আসল উত্তরঃ বইয়ে লেখাই ছিল। দক্ষিন পূর্ব কোণে। ১০ সেকেন্ড লাগতো বলতে।
.
.
.
দৃশ্য-৩ঃ কথা সংক্ষেপ
--------------------------------------
পুত্র - "বাবা, এত বড় পুকুরটার কোন নাম নেই কেন? শুধু ঘাটের নাম দিয়েছে 'সন্ধ্যাবতীর ঘাট'?"
পিতাঃ "তোমার আজকের পড়ার বিষয়ের সাথে এই প্রশ্নটার সম্পর্ক বল। বল....(তুই-এ নেমে গেলেন)...কি সম্পর্ক? ব্যাখ্যা কর।"
পুত্রঃ "সম্পর্ক নেই বাবা।"
পিতা এবার নাতিদীর্ঘ বক্তৃতা দিলেন অপ্রয়োজনীয় প্রশ্ন করে সময় অপচয় করার অপকারিতার ওপর। মিনিট পাঁচেক লাগল। বক্তৃতা শেষে দেখলেন, পুত্র ঘুমিয়ে পড়েছে। মাতা পাশে দাঁড়িয়ে দৃষ্টি দ্বারা অগ্নি বর্ষন করছে।
.
.
.
দৃশ্য-৪ঃ ইঁটটি মারলে পাটকেলটি খেতে হয়
--------------------------------------
পুত্রঃ "বাবা, 'শোলক' মানে কি?"
পিতা কিছুক্ষন আগেই দেখেছেন, পুত্র 'কাজলা দিদি' পড়ছে। তিনি যথেষ্ঠই নস্ট্যালজিক হয়ে পড়েছিলেন। গদগদ কন্ঠে শুরু করলেন-
পিতা - "শোনো বাবা। এটা একটা বিখ্যাত কবিতা। আমরা ছোটবেলায় পড়েছি। আহা...কি দারুন কবিতা! দাঁড়াই, আমি আগে তোমাকে কবিতাটা বুঝিয়ে....."
পুত্র - "বাবা, এত কথা বল কেন? শোলক মানে কি জানলে বলো।"
পিতা - "শোলক মানে হলো গিয়ে শ্লোক। যার অর্থ হলো গিয়ে ছোট ধাঁধাঁ। এই যেমন, ধরো, আমি তোমাকে জিজ্ঞেস করলাম..."
এই পর্যন্ত গিয়ে পিতা খেয়াল করলেন, পুত্র তার বইপত্র গুছিয়েউঠে দাঁড়িয়েছে।
"আম্মু, পড়া শেষ।
বাবা, গেলাম।
©somewhere in net ltd.