নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক কিছু লিখতে চেয়েছিল। কিন্তু লেখাগুলো খুঁজে পায়নি। অনেক কিছু বলতে চেয়েছিল। কিন্তু সেগুলো শোনারও সময় কারও ছিল না

মন থেকে বলি

Stay Hungry. Stay Foolish.

মন থেকে বলি › বিস্তারিত পোস্টঃ

"DUDE, তোমরা পেট পালো?" :-B

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:২৯

আমার বন্ধু Mr. T, যিনি কিনা রাবিন্দ্রীক স্টাইলে RJ ভাষায় কথা বলেন, সেদিন অদ্ভুত প্রশ্নটা করলেন।

"DUDE, তোমরা পেট পালো?"

কেবলে গেলুম কথাটা শুনে। B:-)

পেটের দায়েই তো এই দুনিয়ার কমোডে ঘুনচক্কর ফ্ল্যাশের মত ঘুরতে ঘুরতে অতলে তলিয়ে যাচ্ছি প্রেত্যেকদিন। এই চির সত্যি আবার জিজ্ঞেস করার কি আচে?

গদগদে স্বরে বললুম - "তা, পালি বৈ কি। পেটের জন্যই তো সব। তুমিও তো তাই-ই কর। কেই বা করে না, বলো?"

পরের প্রশ্ন শুনে আরও ঘাবড়ে গেলুম। :||

"শ্লা, আমি পেট পালি না। তবে হোল দুনিয়া রাউন্ড মেরে দেখলুম, তোমাদের মত এত পেট-প্রিয় জাতি আর নেই। ব্রো, ইউ গাইজ আর ফাট্টাফাটি অউস্যাম। পেটের জন্য আলাদা পাইখানা পর্যন্ত বানিয়ে দিয়েছ!"

বন্ধু আমার উত্তেজিত হলে একদম কোর ল্যাঙুয়েজে চলে যায়। পাইখানা...হে হে হে।

কিন্তু ভাবনার কথা। Mr. T কি খেপে গেল না কি? টয়লেট তো লোকে পেট কিলিয়ার করার জন্যই বানায়। এ এত ইনিয়ে বিনিয়ে বলার কি আচে?

"আরে, হয়েচে টা কি বলবে তো? তুমি পেট কিলিয়ার করতে কোতায় যাও? ওই টয়লেটেই তো। তো আমরা কি দোষ করলুম, এঁ?"

"হেই, আমি নিজের জন্য যাই। কিন্তু আমার কুত্তার জন্য কোন টয়লেট তো বানাই নি ম্যান। বাট, দেখলুম তোমরা বানাও। অচাম ডুড!"

মাথার ওপর জেট প্লেনের ক্ষীন শব্দ শুনলুম। T'র কথাবার্তাও দেকি মাতার ওপর দিয়ে যাচ্চে। হচ্চিল পেট নিয়ে কথা। এলো টয়লেট। এদ্দুর বুজেচিলুম। এর মধ্যে কুকুর এলো কোত্তেকে?

ও.....আচ্ছা....!

এই পেট সেই পেট, মানে Belly নয়। ও ব্যাটা পোষা প্রানি যে Pet, সেইটের কথা বলচে। হারামিটা কতা না পেঁচিয়ে ছাড়তেই পারে না। কিন্তু আমরা Pet এর জন্যে টয়লেট বানাই, সেটা এই ব্যাটা কোত্তেকে পেল? গাধাটার মাতা পুরোই গেচে দেকচি।

"কি বলচো দোস্তো? আমরা কেন কুত্তার জন্য হাগাখানা বানাবো? দূরো! তুমিও না...! কি যে বল ছাই মাথা মুন্ডু নেই।"

এইবার টি বোমাটা ঝাড়ল। মোবাইল খুলে দেখিয়ে জিজ্ঞেস করলোঃ টয়লেটে এটা কি ঝুলিয়েছ?

কোন এক টয়লেটের দরজায় এই অমর বাণী ঝুলানোঃ

"এই টয়লেট মানুষের দ্বারা ব্যবহৃত হয়। অন্যান্য মানুষের ব্যবহারে জন্য পরিষ্কার রাখা প্রয়োজন। টয়লেট ফ্ল্যাশ করুন।
আপনাকে ধন্যবাদ।.... কর্তৃপক্ষ।

=p~ =p~ =p~

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.