নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stay Hungry. Stay Foolish.
ব্লগে আমি বেশি লিখিনি। তাই দু'টো সমস্যা কিভাবে সমাধান করব, বুঝতে পারছি না।
প্রথম সমস্যাঃ
আমি যখনই ওয়ার্ড থেকে কপি করে ব্লগে পেস্ট করছি, তখন বাংলা বেশ কিছু বানান, বিশেষকরে এ-কার টা একটা ক্যারেক্টার হয়ে যাচ্ছে। কিছু বানানও উলটাপালটা ক্যারেক্টারে বদলে যাচ্ছে। আমার লেখায় কিছু ইংরেজি শব্দ আছে। যখন আমি কনভার্ট দিচ্ছি, তখন ওগুলোও বদলে যাচ্ছে।
দিতীয় সমস্যাঃ
লেখার মধ্যে কিভাবে ছবি দেব? ছবিগুলো সব লাস্টে চলে যাচ্ছে, পরপর হয়ে।
কেউ কি একটু সাহায্য করবেন, প্লিজ?
২| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ৭:১৬
মমতাজ চট্রগ্রাম বলেছেন: লেখা শেষ করে নিচের লাইন এ এসে মনোগ্রাম টি ক্লিক করুন তারপর আবার নিচের লাইন এ এসে লেখা আরম্ভ করুন।
ধন্যবাদ।
০৩ রা জুলাই, ২০১৫ সকাল ৮:৪৯
মন থেকে বলি বলেছেন: আমি লেখা শেষ করার পর কার্সার লাইনের জায়গামত নিয়ে তারপর ক্যামেরার আইকন দিয়েই ছবি সিলেক্ট করেছি। কিন্তু ছবি যোগ হলো আর্টিকেলের একদম শেষে।
আর আপনার দেয়া প্রথম পরামর্শটা আরেকটু ক্লিয়ার করলে ভাল হয়।
ধন্যবাদ আপনাকে।
৩| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১০:৩১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথমত, সকল ব্লগ সংক্রান্ত সমস্যার জন্য এইভাবে পোস্ট না দিয়ে [email protected] এ মেইল করুন। বিস্তারিত আপনাকে ফিডব্যাকের ইমেইলের মাধ্যমেই জবাব দেয়া হবে।
পাশাপাশি আপনি ব্লগ সহায়িকা দেখতে পারেন, সেখানেও কিভাবে নতুন পোস্ট করতে হয়, সেই ব্যাপারে বিস্তারিত বলা আছে।
০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১১:০৪
মন থেকে বলি বলেছেন: অনেক ধন্যবাদ। ব্যাপারটা জানা ছিলো না। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ৭:১০
মমতাজ চট্রগ্রাম বলেছেন:
আমার মনে হয় আপনি কপি করার সময় ব্লো কালার টা পুরাপুরি সব শব্দে হয়েছে কিনা দেখুন।
প্রতি লাইন এর লাষ্ট এ মাঝে মাঝে কালার টা হয়না পুরা তাই শব্দ বদলে যেতে পারে।
২য় ত।
নতুন ব্লগ লেখার সময় লেখার বস্ক এর উপরে দেখুন ক্যামরা এর মনোগ্রাম/ছবি থাকে
ঔ খানে ক্লিক করুন তারপর সিলেক্ট করোন ছবি।
ছবি টা তে দেখুন।