নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

দেয়াল

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১৮



এটি কি, এটি কি?
দেয়াল, একটি কালো দেয়াল
তারপর কি আছে?
আরো একটি কালো দেয়াল
তারপর! তারপর কি আছে?
তারপরও একটি কালো দেয়াল।

তাহলে উপায়! তারপর - তারপরে কি আছে?
তার আর পর নেই, কোনো উপায় ও নেই! তারপরও কালো দেয়াল, একটির পর একটি, চলতে্ই থাকবে...
সত্যি সত্যি! হায় ঈশ্বর এও সম্ভব?
আমি যতদূর জানি, এর বাইরে কিছুই নেই, কিছুই নেই।











মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


রুপক অর্থে কিছু দাড়া করান।

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমার মনে হচ্ছে রূপক অর্থ আপনি বুঝতে পেরেছেন। বেশ ভালোই বুঝতে পেরেছেন।
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

২| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২৫

সোনাগাজী বলেছেন:



জাষ্ট এনোদার ব্রিক ইন দ্যা ওয়াল!

২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমরা মনে হয়, আমরা অন্ধকার যুগে প্রবেশ করতে যাচ্ছি।


৩| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০৮

ডার্ক ম্যান বলেছেন: ৫ আগস্ট বাংলাদেশ তার ইতিহাসের অন্ধকার যুগে প্রবেশ করেছে

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমরা বাংলাদেশী সব সময় নিজের ক্ষতি নিজে করেছি। এতো বড় অবিবেচক জাতি কিভাবে হলো তার ব্যাখ্যা বা সমাধান এই জীবনে আর হবে না। পোড়া কপাল জাতি।


৪| ২৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদিন সেই গহীন অন্ধকারের তলানীতে আমরা হাবুডুবু খাবো
পাবো কূল কিনারা।

কেমন আছেন? কতদিন আপনাকে দেখি না।
ভালো থাকুন ভাইয়া

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



বোন, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ব্যবসা সন্তানদের বুঝিয়ে দিচ্ছি, তাতে করে ব্লগে এখন আর তেমন সময় দিতে পারি না। গ্রামের মানুষের জন্য কিছু কাজ করছি এইগুলো আমার দায়িত্ব ও ধর্ম। আমার গ্রামের মানুষের কাছে আমার অনেক ঋণ।

তারপরও চেষ্টা করবো এবং মাঝে মাঝে লেখালেখি করবো।
আপনিও ভালো থাকুন।

৫| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০২

ডার্ক ম্যান বলেছেন: আপনার গ্রামের ঠিকানা দিয়েন। একদিন ঘুরে আসবো

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:



অবশ্যই বেড়াতে আসবেন। আগামীতে গাজী সাহেব দেশে বেড়াতে আসবেন, আমি বেশ কয়েকজন ব্লগারকে গ্রামে দাওয়াত করবো। গাজী সাহেবের সাথেও আপনাদের দেখা হবে।


৬| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৭

ডার্ক ম্যান বলেছেন: গাজী সাহেব তো আসবেন উনার পুরনো দিনের সাথী ইউনুস সরকারের সাথে দেখা করতে

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:



না, সরকারি কোনো কাজে আসবেন না। তিনি ছুটিতে দেশে আসেন, গ্রামে মানুষের জন্য কিছু কাজ করেন। তারপর আবার প্রবাসে পাড়ি দেন। গাজী সাহেব গ্রামে অনেক অনেক পরিবারকে বাড়ি ঘর করে দিয়েছেন। এই পাগলা মানুষটি অনেক বড় হৃদয়ের মানুষ। কখনো সময় ‍ও সুযোগ হলে আমি তাঁর বিষয়ে লিখবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.