নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:২৩



মহাকাশ বিজ্ঞান নাসা’র মহাকাশযান ছুটে চলেছে মহাকাশের অনন্ত পথের দিকে। হয়তো, আজ কাল পরশু অথবা অযুত লক্ষ নিযুত কোটি বছর পর হলেও! হয়তো কোনো একদিন প্রমাণ হবে - আদি ধর্ম সনাতন ধর্ম। সনাতন ধর্মই সত্য ধর্ম। হতে পারে, আবার নাও হতে পারে। তবে, কখনও যদি এমন হয়, তাহলে আশ্চর্য হওয়ার মতো মনে হয় কোনো কারণ নেই।

সেই মহাকালের জন্য অপেক্ষায় একজন অনন্তকাল ধরে পথ চলা পথিক।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা।


















মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:২৯

সোনাগাজী বলেছেন:



১০০০ হাজার বছর আগের গড় মানুষ, বিশ্ব ও সৃষ্টি সম্পর্কে আজকের মানুষের চেয়ে বেশী জানতেন নাকি কম জানতেন? তাদের কয়টি যান মংগলের দিকে গিয়েছিলো ও চাঁদে অবতরণ করেছিলো?

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভবিষ্যতে কি হতে পারে তাতো আমরা জানি না। বিশ্বব্যাপী যেই ধরনের সমস্যা তৈরি হচ্ছে ভবিষ্যতে হয়তো সনাতন ধর্মের কোনো একজন দেবতা পৃথিবীতে চলে আসতেও পারেন অথবা স্বয়ং দূর্গাও চলে আসতে পারেন। আশ্চর্য হওয়ার তো কোনো কিছু নেই!

যদি এতো এতো ধর্মের অবতার বিশ্বে আসতে পারেন আবার যেতেও পারেন! তাহলে সনাতন ধর্মের একজন বা একাধিক দেবতা পৃথিবীতে আসতে সমস্যা কোথায়, ধরে রাখার মতো কি কেউ আছেন?

শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা।

২| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৩৩

সোনাগাজী বলেছেন:


টাইপো:

*১ হাজার বছর আগের গড় মানুষ, বিশ্ব ও সৃষ্টি সম্পর্কে আজকের মানুষের চেয়ে বেশী জানতেন নাকি কম জানতেন? তাদের কয়টি যান মংগলের দিকে গিয়েছিলো ও চাঁদে অবতরণ করেছিলো?

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:




মনে হয় - পৃথিবীর মানুষের সাথে সনাতন ধর্মের কোনো না কোনো একজন দেবতার সাথে দেখা হতেও পারে! তখন বাদবাকী ধর্মের মানুষ জন কি করবেন?

সমস্যা হচ্ছে সনাতন ধর্মে অনেক অনেক দেবতা। ভয়ংকর কোনো দেবতা যদি পৃথিবীতে রাগ করে চলে আসেন তাহলে সেই দিনই মহাপ্রলয় হয়ে যাবে।

৩| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৩৯

জ্যাক স্মিথ বলেছেন: হাজার বছরেও যা সত্য বলে প্রমাণ হয়নি নুতন করে তাকে সত্য প্রমাণ করার আর কিছু নেই, ধর্মীয় বিষয় কল্প কাহিনী ছাড়া আর কিছুই নয় এটাই হচ্ছে একমাত্র সত্য।

কল্পকাহিনী হউক আর য'ই হোক আপনাকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা।

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকেও শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা।


৪| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৪৬

ইফতেখার ভূইয়া বলেছেন: সবাইকে শারদীয় শুভেচ্ছা।

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকেও শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা।


৫| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: শারদীয় শুভেচ্ছা!

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকেও শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা।


৬| ০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৩১

সোনাগাজী বলেছেন:



সনাতন ধর্ম ৫০০০ বছরের চেয়ে বেশী সময় আছ; ও সব ধর্ম বিলুপ্ত হওয়ার পরও ইহা টিকে থাকবে; কারণ, সনতনীরা যাকে ইচ্ছা তাকে ইশ্বর/অবতার হিসেবে বিশ্বাস করতে পারে; এবং অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত করে না।

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার এই একটি মন্তব্য আমার আজকের পোস্ট সার্থক। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

৭| ০৯ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
















ধর্ম যার যার
উৎসব ---?

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



পৃথিবী যতোদিন টিকে থাকবে শেষ পর্যন্ত সনাতন ধর্মই টিকে থাকবে। বাদ বাকী সব লড়াই করে করে শেষ হবে।


৮| ০৯ ই অক্টোবর, ২০২৪ সকাল ৭:২৯

কামাল১৮ বলেছেন: সনাতন ধর্ম একটি লৌকিক ধর্ম।এর সঠিক কোন ইতিহাস নাই,সংজ্ঞাও নাই।বহু শাখা প্রশাখার বিভক্ত।

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমার কাছে মনে হয়েছে বিশ্বে যতো ধর্ম আছে সবচেয়ে ভালো ও মজবুত ইতিহাস আছে সনাতন ধর্মের।


৯| ০৯ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:০৬

আজব লিংকন বলেছেন: ❝মাটির ঢিবি কাঠের ছবি। ভূত ভবিষ্যৎ দেবাদেবী। ভোলে না সে এসব রূপী। মানুষ ভজে দিব্যজ্ঞানে। মানুষতত্ত্ব যার সত্য হয় মনে।❞

আপনাকেও শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা।

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা নিবেন।

১০| ০৯ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪৭

মেঘনা বলেছেন: সনাতন ধর্মের দেবী দুর্গাকে শক্তির রূপ বলা হয়েছে। এই শক্তি শুধু সৃষ্টি করেনা ধ্বংসও করে। ধ্বংসের পর আবার সৃষ্টি করে, বিশ্বব্রহ্মাণ্ড ও এই সৃষ্টি - ধ্বংসের সম্মিলিত রূপ। সনাতন মানে প্রাচীন, পৃথিবীর প্রাচীন মানুষদের জ্ঞান ও উপলব্ধির ধর্ম সনাতন ধর্ম

সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার মন্তব্যটি আমার পোস্টটিকে অলংকৃত করেছে। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা রইলো।

১১| ০৯ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:৩০

ডার্ক ম্যান বলেছেন: কেমন আছেন বস। এবার কি পূজা দেখতে যাবেন ?

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১:২২

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমাদের অন্ধগ্রামে পূজা হয়। প্রায় সকল পূজাতে আমি নিয়মিত থাকতে চেষ্টা করি। আগামী কাল ভোরে আমরা গ্রামে রওয়ানা দিচ্ছি। আপনার জন্য শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা রইলো।


১২| ২৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: এ বিষয়ে কিছু বললে তো হাজার মানুষ এসে ঝাপটে ধরবে। থাক বললাম না কিছু :( কিন্তু মন খারাপ হলো। আল্লাহ আমাদের হিদায়াত দান করুন

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



একটি কথা মনে রাখবেন

ন্যায় হচ্ছে ধর্ম। আর অন্যায় হচ্ছে অধর্ম
- ঠাকুরমাহমুদ


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.