নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আজকের বাজার দর (তারিখ: ০৪/১০/২০২৪)

০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ২:৩৬



নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার কে বা কাহারা করে থাকেন, কোন কোন পরিবারের দৈনন্দিন বাজার করতে হয়, খুব সম্ভব এই দেশের জনগণ সঠিক জানেন না। খুব সম্ভব জানেন না এই কারণে, আমি কখনো দেখিনি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে কেউ লেখালেখি করেছেন। আলোচনা করেছেন। তর্ক বিতর্ক করেছেন। সমাধান চেয়েছেন। তবে এই দেশে যেই বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, তা হচ্ছে: - রাজনীতি আর ধর্ম। যারা রাজনীতি নিয়ে আলোচনা করেন তারা নিজ নিজ এলাকায় গ্রামের মেম্বার ইলেকশানে পাশ করবেন কি না সন্দেহ। আর যারা ধর্ম নিয়ে আলোচনা করেন তারা নিজে কতোটুকু ধর্ম মানেন তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে।

আমার আলোচনার বিষয় রাজনীতি বা ধর্ম নয়। আলোচনার বিষয় দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর। মানুষের মৌলিক অধিকারের অন্যতম প্রধান বস্তু “খাদ্য”। আজ শুক্রবার তারিখ ০৪-১০-২০২৪ ইংরেজি। আজকের বাজার দর: -

নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাজার

চাল = ৭০/- টাকা কিলোগ্রাম (বাজারের সবচেয়ে সস্তা চাল)
আটা = ৬০/- টাকা কিলোগ্রাম
পাঙ্গাস মাছ = ২২০-২৫০/- টাকা কিলোগ্রাম (১-২ কিলোগ্রাম ওজন) বাজারের সবচেয়ে সস্তা মাছ
তেলাপিয়া মাছ = ২৫০/- টাকা কিলোগ্রাম (মাঝারি আকার, ৩/৪ টি মাছে ১ কিলোগ্রাম)
ফার্মের ডিম = ১৬০/- টাকা ডজন (৫৫/- টাকা হালি)
মশুরের ডাল = ১২০/- টাকা কিলোগ্রাম
আলু = ৬০/- টাকা কিলোগ্রাম
সবজি = ৮০/- টাকা কিলোগ্রাম (সকল প্রকার সবজি - পটল, চিচিঙ্গা, ঢেঁড়স, বেগুন, করলা ইত্যাদি)
লাউ = ৮০-১০০/- টাকা প্রতিটি
টমেটো = ১৬০/- টাকা কিলোগ্রাম
পেঁয়াজ = ১১০/- টাকা কিলোগ্রাম
কাঁচা মরিচ = ৩০০-৩৫০/- টাকা কিলোগ্রাম
সয়াবিন তৈল = ১৮০/- টাকা লিটার

সুত্র: বাংলাদেশের সকল বাজারের দর (১,৪৭,০০০ বর্গ কিলোমিটার দেশের প্রতিটি বাজারের দর)

আত্মকথা: - বাংলাদেশের মানুষের জীবন যাপন কোথায় আছে, কেমন আছে, আর কেমন করে চলছে - এই বিষয়ে কারো কোনো আগ্রহ কোনো কালে ছিলো না। ভবিষ্যতেও এই বিষয়ে কেউ আগ্রহ করবে না। কারণ, এই দেশে যে বা যাহারা ক্ষমতায় যায়! তাদের পেট এতো বড় হয়! এতো বড় হয়! - যে তিমি মাছও তাদের পেটে কাচকি মাছের আকৃতি ধারণ করে। এতো বড় পেট নিয়ে কখনও দেখতে পায় না দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেমন আছে? হয়তো, আস্ত পৃথিবী এদের পেটে ভরে দিলেও এত্তো বড় পৃথিবী এদের পেটে টিকটিকির ডিমের আকৃতি ধারণ করবে। (মনে হয়)




মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২৪ ভোর ৪:০১

Salina Alam বলেছেন: আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এদের থেকে হেফাজত করুন। আমীন

০৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:



আল্লাহ ভরসা। তবে আল্লাহ মনে হয় আমাদের উপর ভরসা করা ছেড়ে দিয়েছেন।

২| ০৬ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:২০

কামাল১৮ বলেছেন: মানুষ মনে হয় খেয়ে পরে ভালোই আছে।নয়তো নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে আন্দোলন করতো। আর তো কোন কারণ দেখছি না।আপনার কি মনে হয়?

০৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



মানুষ ভালো নেই। তাদের প্রতিদিন কাজ কর্ম করতে হয় তাদের আন্দোলন করলে ঘরে ভাত হবে না, চুলা জ্বলবে না। ভাতের জন্য তাদের কাজ করতে হয়। তাদের অভিযোগ অনুযোগ করার যায়গাও নেই। ৫০ বছর আগেও মানুষ ভালো ছিলো না্ এখন ও ভালো নেই।

৩| ০৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ৭:৩৬

সোনাগাজী বলেছেন:




আপন এই বছর কি কি ফসল উৎপাদন করেছিলেন?

০৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



এখন সবজির যেই মৌসুম তাতে উৎপাদন হয়েছে লাউ, পটল, বেগুন, চিচিঙ্গা। শীতের মৌসুমে সবজির উৎপাদন বেড়ে যাবে।

৪| ০৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:১৭

সোনাগাজী বলেছেন:



*আপনি এই বছর কি কি ফসল উৎপাদন করেছিলেন?

০৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:



এমনিতেই দেশে মানুষের চাষাবাদে আগ্রহ কম তারপর দেশে প্রতিনিয়ত দেন দরবার কলহ আন্দোলন। মানুষ চাকরির জন্য প্রবাসে যাওয়ার জন্য আদম বেপারীর অফিসে অফিসে দৌড়াচ্ছে।

৫| ০৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যারা আওয়ামীলীগের সংগে কোন না কোন ভাবে জড়িত তাদের বাজার করতে কোন অসুবিধা নেই এখন সব টাকাই তো ওদের হাতে; আওয়ামীলীগ ছাড়া কারো হাতে কোন টাকা নেই।

০৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



টাকা থাকে রাজনীতিবিদ ও তাদের সান্ডা পান্ডাদের হাতে। তাই সবাই রাজনীতিবিদ ও সরকার হতে চায়। - বেলা শেষে এটিই সত্য। আওয়ামী লীগ+ বিএনপি লীগ + জামাত লীগ সবই এক, মুদ্রার একই পিঠ।


৬| ০৬ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:














সবাই দেশ থেকে পলাতে পারলে বাঁচে।
আফসোস।

নতুন স্বাধীন দেশে এসব কি?!

০৯ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



ত্রানের এতো এতো টাকা লুট হয়ে গেলো! সাধারণ জনতা পাগল প্রায় হয়ে ত্রানকার্যে দান করেছে। কেউ কি প্রতিবাদ করেছে, এতো টাকার কি হলো? বন্যা চলে গিয়েছে কিন্তু টাকা নাকি এখনও ব্যাংকে আছে আশ্চর্য বিষয়! টাকা ব্যাংকে আছে নাকি কারও পেটে চলে গিয়েছে তা জানার উপয় কি?

৭| ০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৭

লিনডা বলেছেন: Thank you for the time and effort you've invested in this piece. https://northteksolar.com

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.