নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
দূরে, সমন্তরাল ছুটে চলা লোহার পাতের
সম দৌর্ঘের ফাঁকে পরিশ্রান্ত দেহের দোহাই দিয়ে বলছি
ফিরে এসো, ফিরে এসো হে হৃদয়হীনা ।
ফিরে এসো এক রাশ নিকষ কালো
সর্বনেশে আমার গভীর শূন্যতায় ।
ফিরে এসো আমলকি বনের শুঁকন পাতার
বুকে ছুটে যাওয়া লু হাওায়ায় ।
রাতের নিস্তব্ধতায়, জোনাকির ডানায়
ভড়ে করে , মূয়াজ্জিনের আজানের সুরে
ফিরে আসো হে প্রতিমা আমার ।
আমারি দ্বারে, এই বন জোসনায় ।
ফিরে এসো , এই শ্রান্ত শরীরে
উপগত হও, আঁকড়ে ধরো
শীৎকারে শীৎকারে কাঁপিয়ে দাও
বনভূমি, মনভুমি, প্রানভুমি !
তোমারি অপেক্ষায় জীর্ন প্রান
অবসানের প্রহর গোনে ।
এসো হে কল্পনাময়ী স্বপন ধারিণী আমার ।
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
দিনের পর দিন মাটি বৃষ্টির জন্য এইভাবেই আহ্বান করে, হাহাকার করে। হয়তো কোনো দিন প্রমাণ হবে মাটিরও প্রাণ আছে!