নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের ছায়ায় তুমি

১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:২৫



গোধূলির স্বর্ণ রঙে আলোয় আলোয়
তোমায় দেখেছি,
নদীর ধারে ঢেউয়ে ভাঙা জলের ছায়ায়
স্বপ্ন এঁকেছি।

গোধুলির স্বর্ণ রঙে আবেশ মেখে,
তোমার মুখে যেন এক স্বপ্ন রেখেছি।
নদীর জলে ভেসে আসে কুয়াশার গান,
সেই সুরে সুরে তোমাকে খুঁজেছি।

তুমি এসেছিলে কি অলস বাতাসে,
নীরব নদীর ঢেউয়ে মন ভেসেছিলো যে।
অবচেতনে গেঁথে থাকা স্মৃতির আয়নায়,
তোমার ছায়ায় যেন নিজেকে পেয়েছি।

গোধূলির শেষ আলো মুছে গেলে,
তোমার ছায়া যেন মিলিয়ে যায় দূরে।
তবু মন কাঁদে, তোমার স্পর্শে মিশে,
অদেখা স্বপ্নের মাঝে, তোমায় খুঁজে ফিরে।

রাতের নীলে ভরা আকাশের তারায়,
তোমার হাসির রেখা যেন সেখানে জ্বলে।
জলছোঁয়া বাতাসে, নিস্তব্ধ নদীর তীরে,
তোমার অস্তিত্ব আজও হৃদয়ে দোলা তোলে।


মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৩১

সোনাগাজী বলেছেন:


কিছু মানুষের অস্তিত্ব প্রকৃতি জুড়ে থাকে।

১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৪০

রানার ব্লগ বলেছেন: ঠিক এই কারনেই মানুষ প্রকৃতি ভালোবাসে।

২| ১৪ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:০৩

জুল ভার্ন বলেছেন: মনের আকুতি কবিতায় খুব সুন্দর উপস্থাপন।

১৪ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩৮

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।

৩| ১৪ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:

- কবিতা চমৎকার হয়েছে।

১৪ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:০২

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.