নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...
খিদা লাগে ক্যারে! পেডেরে জিগাইলেই অয়! পেডেরে একটা শিক্ষা দেওন লাগবো। খিদা লাগলে রেললাইনে গিয়া পাত্থর খাইবি। অজমও অইতো না। খিদাও লাগতো না। কোন হালার পুতেরে গননও লাগতো না। পুষ্টির কথা কইবি না। পুষ্টির গুষ্টিসুদ্ধা মইর্যা ফাডি লাগছে।
বাস আইতাছে। মাথায় গামছা বান। ধুরু গামছা বানলে কিতা অইবো! বাসের ভিত্রে ফইন্নির দলই। বাসের মালিকটারে ফাইলে ভালা অইতো। আর হেইডাও তো ফহিরই। এসিসট্যানে টেহা দিলে চলে। অবশ্য বাসের মালিকের মালিকটারে ফাইলে সুবিধা অইতো। কয়েকটা হশনো করন যাইতো। আর হেইডাও তো ফইন্নিই। মাইনষে টেহা আর টিপ দিলেই বাচে নাইলে তো হেই আমার মতোই।
আমি রাজা ফাত্থর খাই। আগা নাই। খিদা নাই। আত ফাতি না। মন চাইলেই তবন খুইল্যা লাই। ইচ্ছামতো গাইল্যাই। মাইনষে আমারে ফাগল কয়। ফাগল অওন অতো সোজা না। ম্যালা সাধনা লাগে। ফাত্থর খাইতারবি! ফারবি না। তয় আমারে ফাগল ডাকবি না। ফাগল তোরা। তরার তলা ভরে না। বেতন খাস। জমিন খাস। ব্যাংক খাস। টেকস্ খাস। ভ্যাটও খাস। তেও তলা ভরে না। ফাগলদের ঘুমানোর বারান্দাটাও লাগে। ক ছেন! তরাত্থাইক্যা বড় ফাগল ক্যাডা!
আমি তো মরবামই। এর ফরে তরাও মরবি। দেহায়া দেয়াম পাগল ক্যালা আছিন। তবন খুলতারবি! ফারবি না। তাইলে সাইডে যা। আমার এহন ম্যালা কাম। তরা সবডি আগছোস। হছাইতে অইবো। গুয়ের গন্ধে দম বন্ধ অয়া আইতাছে।
এ্যাই কলেজের ছাত্ররা দেইখ্যালছি। ফেডের ভিত্রে গু। মাথার ভিত্রে গোবর। বুহের ভিত্রে হাহাকার। ভাব ধরিস না। এই পিথিমিতে একমাত্র সঞ্জু বাবা পাগলার ভাব ধরণ জায়েজ আছে। মাষ্টরডিরে ধইর্যা লই। জিগায়ামনে! আচ্ছা কিতা জিগায়াম! আমার জ্ঞানের লেভেলে জিগাইলে তো মাস্টরগুলিরও আগা ছুইট্যা যাইবো... হা হা হো হো!
এই সাইডে সরেন। গাড়ি ভৈরব যাইবো। তার ছিইড়্যা গেছে। কার! আমার না তোর! তার কেউর আছে। সব নেগেটিভ-পজেটিভ এক অয়া গেছে। ভাগ! আগুন জ্বলবো। জ্বলুক। পুইড়্যা যাওক। তাতে আমার কি! এইতাই তো কইবি। এইতাই শিখছোস! যা ভাগ... সঞ্জু ফাগলার মুড খারাপ করিস না। নাইলে সব গোমর ফাঁস কইর্যা দেয়াম। হাসতেও ফারতি না। কানতেও ফারতি না...
২০ সেপ্টেম্বর ২০২৩।
২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৩
সুপান্থ সুরাহী বলেছেন: ২০২৩ সালের প্রলাপ আপু।
অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫
শায়মা বলেছেন: প্রলাপ দেখে ভয় পেলাম ভাইয়ু!!!