নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

"প্রত্যেক সত্ত্বাকে মৃত্যু আস্বাদন করতে হবে। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিঃসন্দেহে সে হল সফল। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোন সম্পদ নয়।" আল ইমরান,আয়াত ১৮৫

মুহাম্মদ জহিরুল ইসলাম

সুস্থ মানসিকতা এবং সুন্দর মনের মানুষদের বন্ধু হিসেবে পেতে চাই...

মুহাম্মদ জহিরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

অভিশপ্ত ছাত্রলীগ নিষিদ্ধই থাকুক !

২৬ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৫

শেখ হাসিনা চরমভাবে সফল একজন রাষ্ট্রনায়ক – মাফিয়া রাষ্ট্র এবং একগুচ্ছ অন্ধ সমর্থক প্রতিষ্ঠার ক্ষেত্রে!

আমার এক বন্ধু ফেইসবুকে জরিপ চালিয়েছেন, “ছাত্রলীগকে নিষিদ্ধ করাকে আপনি কি সমর্থন করেন?”

এর জবাবে প্রায় ৯৮% শতাংশ ব্যক্তি উত্তর দিয়েছেন যে তারা ছাত্রলীগ নিষিদ্ধ করাকে সমর্থন করেন না! বলা চলে, ছাত্রলীগকে তারা জীবনের চেয়ে বেশী ভালবাসেন!








সন্ত্রাসী, খুনী, ধর্ষক, চাঁদাবাজ, চোর-ডাকাত ছাত্রলীগের কোন অপকর্ম এদের চোখে পড়েনি গত ১৬ বছর! চোখে পড়েনি বিশ্বজিতকে কুপিয়ে হত্যা, আবরারকে পিটিয়ে হত্যা, সিলেটে স্বামীকে বেঁধে তার সামনে স্ত্রীকে ধর্ষন, জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষনের সেঞ্চুরি উদযাপন, জুলাই অগাস্টে ছাত্রদের ওপর গুলিবর্ষণ, বিরোধী দলের কর্মীদের ওপর নির্বিচার হামলা, কোপাকুপি!

কারণ, হয়ত এরা ছিল সরাসরি শেখ হাসিনার মাফিয়াতন্ত্রের সুবিধাভোগী! এরকম কোটি কোটি মস্তিষ্ক এবং বিবেক পচে যাওয়া আওয়ামী নাপাক বীজ শেখ হাসিনা বাংলাদেশে রেখে গিয়েছেন! এই নাপাকি পরিস্কার করতেও হয়ত আরো ৩২ বছর লাগতে পারে! তাই সবাইকে সচেতন হতে হবে, কোনভাবেই যেন আওয়ামী মাফিয়ারা আবার রাষ্ট্রক্ষমতায় যেতে না পারে। আমাদের আরো অনেক দিন কষ্ট করতে হবে নিশ্চিত। প্রতিটি জায়গায় ষড়যন্ত্র করে এরা আমাদের কষ্ট দিবে সেটা হোক সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি বা রাস্তা অবরোধ করে জন দুর্ভোগ!

আমরা সচেতন থাকি, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ যেন এই জালিমের দোসরদের হেদায়েত দান করেন অথবা হেদায়েত নসীব না হলে ধ্বংস করে দেন। আমিন।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৯

জুল ভার্ন বলেছেন: একমত।

২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২| ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৮

সৈয়দ কুতুব বলেছেন: বিরোধী দলে থাকলে এমনিতেই শুকিয়ে যাবে।

২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সেই পর্যন্ত যেতে দেওয়াও ঠিক হবে না। কাল সাপ বাঁচিয়ে রাখলে আবার ছোবল দিবে!

৩| ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪০

সোনাগাজী বলেছেন:



ছাত্ত্রলীগকে ব্যান কে করেছে?
আপনার বন্ধুর প্রফেশান কি?
আপনার বন্ঢু কি কোমলমতি?

২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বন্ধুর প্রোফাইলে প্রফেশান উল্লেখ নাই। তবে পোস্ট দেখে বোঝা যায় উনি আওয়ামী লীগ করেই জীবিকা নির্বাহ করতেন।

৪| ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



No
No
No

২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: Oh NO ! =p~

৫| ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৯

কিরকুট বলেছেন: ধরলাম ছাত্রলীগ জঘন্য। বাকি গুলা কি ফেরেশতা?

২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বাকীগুলাকে কেউ ফেরেশতা বলে নাই। তবে ছাত্রলীগ যা প্রমাণ করে দিয়েছে, তার শাস্তি তাকে পেতেই হবে। একজনের অপরাধ আরেকজনের জন্য হালকা হয়ে যায় না।

৬| ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৭

কথামৃত বলেছেন: ছাত্র রাজনীতি বন্ধ হোক

২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দলীয় লেজুড় বিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হোক, সেটা আমিও চাই। তবে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হতে পারে।

৭| ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৬

সোনাগাজী বলেছেন:



পোষ্ট দেয়ার পর, আপনি কি নিষিদ্ধ হয়ে গেলেন?

২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা হা, আপনি অনেক মজার মানুষ ভাই! =p~ =p~ =p~

৮| ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১১

সোনাগাজী বলেছেন:




আপনার বন্ধুর প্রফেশান আপনি জানেন না? উনার জরীপ আপনি ব্লগে দিচ্ছেন? নিজকে সন্মান করা শিখেন, ব্লগে গার্বেজ ঢালবেন না।

২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ফেইসবুকে ৩০২৪ জন বন্ধু আছে, আপনার কি ধারণা আমি তাদের সবাইকে ব্যক্তিগতভাবে চিনি এবং তাদের পেশা জানি?
আপনি নিজে আপনার ফেইসবুক প্রোফাইলে সবাইকে চেনেন?
আপনিও গার্বেজ মন্তব্য করা বন্ধ করুন।

৯| ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩২

মেঠোপথ২৩ বলেছেন: আপনার বন্ধু নির্ঘাত ছাত্রলীগের কণ গ্রুপের সদস্য এবং সেই গ্রুপে জরিপ চালিয়েছে। !:#P

২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: না, তার প্রোফাইলেই সে এই পোস্ট দিয়েছে। বোঝা যাচ্ছে, সে যেহেতু আওয়ামী লীগ করে জীবন ধারণ করত, তার বন্ধু তালিকাতেও অধিকাংশ আওয়ামী লীগের উচ্ছিষ্টখোর।

১০| ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অপরাধীদের বিচার করাটা ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। ছাত্র লীগ নিষিদ্ধ ঘোষিত হলেও তাদের কার্যক্রম কি কার্যকর ভাবে থামিয়ে রাখা যাবে? বরং তারা আরো ক্ষ্যাপাটে ও বেপরোয়া হয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে।

অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করি। তারা দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্থান্তর করুক।

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:১৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, এভাবে বললেতো যুক্তি দেয়া যায়, কোন অপরাধীকেই ধরে জেলে ভরার দরকার নাই! তাই না? কারণ, সেতো জামিনে বের হয়ে আরো ক্ষ্যাপাটে হয়ে আবার অপরাধ করবে।

মূল কথা হল, আপনি এত বেশী অন্যায়ে নিজেকে জড়িয়েছেন, তার জন্য আপনার বৈধতা তুলে নেয়া হল। এটা অনেক বড় একটা নৈতিকভাবে গ্রহণযোগ্যতা তুলে নিয়ে বার্তা দেয়া হল। এর সাথে ওদের অপরাধের বিচার করতেতো কোন বাঁধা নেই এবং সেটা করতেই হবে। যারা ছাত্রলীগের অত্যাচারের শিকার হয়েছিলেন, তাদের সবাইকে মামলা করতে হবে যাতে এদের আইনের আওতায় আনা যায়।

আর দ্রুত নির্বাচন দিলে বিএনপি নির্বাচিত হয়ে আবার আরেক দৈত্যে পরিণত হবে। তাই কিছু প্রয়োজনীয় সংস্কার করে তবেই নির্বাচন দেয়া উচিৎ। আমরা নিশ্চয় এক মাফিয়ার হাত থেকে মুক্ত হয়ে আরেক মাফিয়ার হাতে পড়তে চাই না!

১১| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আর দ্রুত নির্বাচন দিলে বিএনপি নির্বাচিত হয়ে আবার আরেক দৈত্যে পরিণত হবে। তাই কিছু প্রয়োজনীয় সংস্কার করে তবেই নির্বাচন দেয়া উচিৎ।

অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর দেশবাসী যতখানি আশান্বিত হয়েছিল, সে আশা ক্রমশ ম্লান হচ্ছে। সংস্কারের প্রশ্ন উঠেছিল দেশবাসীর পক্ষ থেকেই। কিন্তু দিন যত যাচ্ছে, মনে হচ্ছে পরিস্থিতি কেবলই অবনতির দিকে যাচ্ছে, যা অন্তর্বর্তী সরকার ঠিকমতো সামাল দিতে পারছে বলে মনে হচ্ছে না। এ কারণেই জনমতও ধীরে ধীরে অতি শীঘ্র নির্বাচনের পক্ষে চলে আসছে।

২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ৩ মাস খুব বেশী সময় নয় ১৬ বছরের তুলনায়। এই ছটফট করা, ওভার নাইট পরিবর্তন আশা করা, এটাও এই জাতির একটা বড় সমস্যা!

পরিস্থিতি যদি কিছুটা অবনতি হয়েছে বলেও মনে হয়, সেটা ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের একটা ফলাফল, সেই পাপের ফল থেকে উত্তরণে কিছুটা সময় লাগবেই।

১২| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

অনির্বাচিত সরকার কখনোই সমর্থনযোগ্য নয়।

২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ২০১৪, ২০১৮ এবং ২০২৪ এর নির্বাচনগুলোর মাধ্যমে নির্বাচিত সরকারগুলো খুব গ্রহণযোগ্য ছিল? গত ১৬ বছর আওয়ামী লীগের কার্যকলাপ খুব গ্রহণযোগ্য ছিল?? আফসোস!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.